মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। সংবাদ সংস্থা এএনআই সহ এ🃏কাধিক সূত্রে বিষয়টি জানা গিয়েছে। মণিপুরের মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং আগেই ইস্তফা দিয়েছিলেন। এরপর সেই পদে কে বসবেন তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে এখনও পর্যন্ত মণিপুরের মুখ্য়মন্ত্রী কে হবেন তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তার মধ্য়েই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বলে খবর মিলেছে।
হিন্♋দুস্তান ট✃াইমস সহএকাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মণিপুরে।
প্রায় ২১ মাস ধরে মণিপুরে অশান্তির আবহ।কখনও এই অশান্তি কমে, কখনও আবার হু হু করে বাড়তে থাকে অশান্তি। এসবের মধ্য়েই প্রায় ২৫০জনের মৃত্যু হয়েছে একাধিক ঘটনায়𓂃। একের পর এক হিংসার ঘটনা হয়েছে মণিপুরে। হাজার হাজার মানুষ এই অশান্তির কবলে পড়েছিলেন। বার বার তৎকালীন মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।
এরপর গত ৯ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছিলেন এন বীরেন সিং। রাজ্য বিধানসভায় বা𓂃জেট সেশনের ঠিক আগে এই ইস্তফাপত্র।
তিনি তাঁর ইস্তফায় লিখেছিলেন,আমি কেন্দ্রীয় সরকারের কাছে ꧃অত্যন্ত কৃতজ্ঞ যে তাঁরা একেবারে সঠিক সময়ে হস্তক্ষেপ করেছেন, একাধিক প্রকল্পের রূপায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছেন প্রতি মণিপুরবাসীর জন্য🌞।
এদিকে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল সরকার পড়ে যেতে 🅠পা🐬রে এই আশঙ্কাতেই এন বীরেন সিংকে ইস্তফাপত্র জমা দিতে বাধ্য় করে বিজেপি।
মণিপুরের মুখ্য়মন্ত্রী ইস্তফা দেওয়ার পরে মুখ খুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছিলেন, প্রায় দু বছর ধরে বিজেপির মুখ্য়মন্ত্রী বীরেন সিং মণিপুরে বিভাজনেꦰ উসকানি দিচ্ছিলেন। হিংসা, জীবনহানি, মণিপুরে ভারতের যে আদর্শ সেটা ধ্বংস হলেও মোদী তাঁকে কাজ চালিয়ে যেতে দিচ্ছিলেন।
মুখ্য়মন্ত্রী বীরেন সিংয়ের ইস্তফা জনতার চাপে হয়েছে। সুপ্রিম কোর্টের তদন্ত, কংগ্রেসের অনাস্থার জেরে কাজ হয়েছে। কিন্তু সবথেকে বড় অগ্রাধিকার হল সেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা। মণিপুরের ক্ষততে প্রলেপ দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী🍷র একবার মণিপুর সফর করা দরকার। সেখানকার মানুষের কথা শোনা দরকার। এরপর সেখানে স্⭕বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তাঁর পরিকল্পনার কথা বলা দরকার।
এবার সেই মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন। খবর এমনটাই। মণিপুরের মুখ্য়মন্ত্রী কে হবেন তা নিয়ে না💟না জল্পনা ছড়াচ্ছিল। তার মধ্য়েই বড় মোড় মণিপুরে।