দেশের ꦰআটটি বড় প্রজেক্টের রিভিউ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির জন্য় ব্যয় বরাদ্দ প্রায় ৫০ হাজার কোটি টাকা। বুধবার ৩৮ তম প্রগতি বৈঠকে এই প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা হয়েছে। দেশের সাতটি রাজ্য়ে রূপায়িত হচ্ছে এই প্রকল্প। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৮টি প্রজেক্ট এদিন পর্যালোচনা করা হয়েছে। চারটি রেলমন্ত্রকের, দুটি বিদ্যুৎ দফতরের, অপর দুটির মধ্যে একটি সড়ক পরিবহণ মন্ত্রকের ও অপরটি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের।
এই প্র🙈কল্পগুলির মোট ব্যয় ধরা হয়ছে ৫০ হাজার কোটি টাকা। মূলত সাতটি রাজ্য ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্য়প্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্য়ের আওতায় পড়ছে এই আটটি প্রজেক্ট। পি🍸এমও সূত্রে খবর, প্রগতি একটি আইসিটির উপর ভিত্তি করে গড়ে ওঠা মঞ্চ। যেখানে মূলত সরকারি প্রকল্পগুলিতে কতটা গতি আসছে সেটা পর্যালোচনা করে দেখা হয়। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব থাকে এই প্রকল্পগুলির মধ্যে। সেই প্রগতি মঞ্চেই এদিন প্রকল্পগুলির পর্যালোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে এর আগে ৩৭তম প্রগতি মিটিংয়ে ২৯৭টি প্রজেক্টের পর্যালোচনা করা হয়েছিল। সেই প্রজেক্টগুলির ব্যয় বরাদ্দ ছিল ১৪.৩৯ লক্ষ কোটি টাকা।