বুধবারই রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মেলাতে দেখা গিয়েছিল আরবিআই প্রাক্তন গভর্নর রঘউরাম রাজনকে। পরে রাহুল গান্ধী নিজের ইউটিউব চ্যানেলে রঘুরামের সঙ্গে ভারতীয় অর্থনীতি নিয়ে তাঁর আলাপচারিতার একটি ভিডিয়ো আপলোড করেন। সেখানে ভারতীয় অর্থনীতি নিয়ে নিজের মতমাত রাখতে শোনা যায় আরবিআই-এর প্রাক্তন গভর্নরকে। তাঁর মতে, আগামী বছর ভারতের জন্য কঠিন হতে চলেছে। পাশাপাশি, আমেরিকা এবং অন্যান্য দেশের অর্থনীতির সঙ🐼্গে ভারতের তুলনা করেন রাজন। রঘুরাম বলেন, ‘কোভিড সমস্যা ছিল বটে। তবে ভারতের অর্থনীতি কোভিডের আগে থেকেই মন্থর ছিল। আমরা প্রকৃতপক্ষে এমন সংস্কার করিনি যা বৃদ্ধিতে সাহায্য করবে।’
ভারতীয় অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতার সময় রঘুরাম বলেন, ‘এই বছরের চেয়ে আরও কঠিন হতে চলেছে আগামী বছর। অবশ্যই, এই যুদ্ধ এবং অন্যান্য আরও বেশ কিছু কারণে অনেক অসুবিধা হয়েছিল। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর গতিতে চলেছে কারণ লোকেরা সুদের হারে বৃষ্টিপাত করছে যা বৃꦏদ্ধিকে হ্রাস করে।’ রঘুরামের কথায়, আগামী বছর ভারতের প্রবৃদ্ধির হার যদি ৫ শতাংশও হয়, তাহলে আমরা ভাগ্যবান হব।
রঘুরাম বলেন, ‘ভারতের অর্থনীতিতে আঘাত হানতে চলেছে বৈশ্বিক অর্থনৈতিক হ্রাস। ভারতেও সুদের হার বেড়েছে। কিন্তু ভারতীয় রপ্তানি কিছুটা মন্থর হয়েছে। ভারতের মুদ্রাস্ফীতি সমস্যা আসলে পণ্য মূল্যস্ফীতি সমস্যা। এটি প্রবৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করতে চলেছে। আমরা ভাগ্যবান হব যদি আমরা পরের বছর ৫ শতাংশ বৃদ্ধি পাই। বৃদ্ধি সংক্রান্ত সংখ্যার সমস্যা হল যে আপনাকে বুঝতে হবে যে আপনি কীসের পরিমাপ করছেন। যদি গত বছর একটি ভয়ানক 🅘ত্রৈমাসিক থেকে থাকে, তাহলে আপনি তার তুলনায় পরিমাপ করছেন। সেই ক্ষেত্রে আপনার বৃদ্ধির হার খুব ভালো দেখাবে।’ রঘুরাম রাজনের অভিযোগ, অতিমারির আগেই ভারতের💮 অর্থনীতি মন্থর হয়েছিল।