বন্দে ভারতের পর অমৃত ভারত নিয়ে আগ্রহ তৈরি হয়েছে আম জনতার মধ্যে। রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই অমৃত ভারত ট্রেন উদ্বোধন হতে পারে। দাবি করা হচ্ছে, ৩০ ডিসেম্বর একাধিক রুটে অমৃত ভারত ট্রেনকেও সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী। এরই মাঝে এই ট্রেন নিয়ে প্রশ্ন করা হয়েছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। আর তা নিয়ে অশ্বিনী সোমবার বললেন, 'রেলে নতুন প্রযুক্তি প্রয়োগের জন্য প্রধানমন্ত্রী মোদী আমাদের সর্বদা উৎসাহিত করেন এবং পথ দেখান। বন্দে ভারতের পরে তাই এবার অমৃত ভারত ট্রেনটি পুশ-পুল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই এই ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।' (আরও পড়ুন: আরও দ্রুত ছুটবে বন্দে ভারত, দীর্ঘমেয়াদী প্রকল্পে ৭ লাখ কোটি খরচ ক𝔉রবে রেল)
এদিকে এই বছর শেষের আগেই দেশে চালু হচ্ছে আরও নতুন ৬টি বন্দে ভারত। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্ব🔯র অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই একাধিক রুটে চালু হবে এই নয়া বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও সেদিন দেশের একাধিক রুটে চালু হতে পারে 'অমৃত ভারত' এক্সপ্রেস। যা আদতে নন-এসি বন্দে ভারত এক্সপ্রেস। রিপোর্ট অনুযায়ী,ꦜ দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে অযোধ্যা হয়ে লখনউ, দিল্লি থেকে চণ্ডীগড়, বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর, ম্যাঙ্গালোর থেকে মাডগাওঁ, জালনা থেকে মুম্বই রুটে বন্দে ভারত চালু হতে পারে ৩০ তারিখ। এর আগে কয়েকদিন আগেই বারাণসী থেকে দিল্লিগামী দ্বিতীয় বন্দে ভারতের উদ্বোধনও করেছিলেন মোদী।
অপরদিকে দাবি করা হচ্ছে, ৩০ ডিসেম্ব🔯র একাধিক রুটে অমৃত ভারত ট্রেনকেও সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী। ভার্চুলায়ি এই♔ ট্রেনগুলির উদ্বোধন করতে পারেন তিনি। এই আবহে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গেরও একটি স্টেশন থেকে অমৃত ভারত ট্রেন ছুটতে শুরু করবে বলে জানা গিয়েছে। 'বন্দে ভারতের স্লিপার ভার্সন' ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা থেকে বেঙ্গালুরু রুটে ছুটতে পারে বলে জানা গিয়েছে। এই উপলক্ষে মালদা টাউন, নিউ ফরাক্কার মতো বিভিন্ন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই নয়া অমৃত ভারত ট্রেনে ২২টি কোচ থাকবে বলে জানা গিয়েছে। এতে ১৮০০ যাত্রী সফর করতে পারবেন। পুশ-পুল প্রযুক্তিতে চলবে এই ট্রেন। এই আবহে ট্রেনের উভয় প্রান্তেই ডাব্লিউ এপি-৫ ইঞ্জিন যুক্ত থাকছে। আপাতত এই ট্রেনে ১২টি কামরা নন-এসি স্লিপার 🗹হবে। আর আটটি কামরা হবে জেনারেল শ্রেণির। এছাড়া দু'টি কামরা হবে লাগেজ ভ্যান। এদিকে বন্দে ভারত ট্রেনের মতো অমৃত ভারত ট্রেনের দরজা স্বয়ংক্রিয় থাকবে না। এদিকে ট্রেনের ভেস্টিবিউল হবে বেশ প্রশস্ত। এছাড়া যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কামরায় সিসি ক্যামেরা বসানো থাকবে। আর যাত্রীদের সুবিধার্থে থাকবে এলইডি আলো, মোবাইল চার্জার, আধুনিক মানের পাখা। এদিকে ট্রেনের বেসিনের জলের কলে থাকবে সেন্সর। টয়লেট হবে বায়ো টয়লেট। এই ট্রেনে থাকবে 'কবচ' সুরক্ষা ব্যবস্থা। এদিকে অমৃত ভারত ট্রেনে এসি কামরাও থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।