আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস💟্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন ঘণ্টার সফরে কখন, কোথায় যাবেন, সেই বিস্তারিত সূচি𒊎 প্রকাশ করা হয়েছে। দেখে নিন মোদীর সফরসূচি -
সকাল ৯.৩৫ মিনিটে দিল্লি থেকে রওনা।
১০.৩৫ মিনিটে লখনউ বিমানবন্দরে অবতরণ।
১০.৪০ মিনিটে লখনউ ব♕িমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশꦿে হেলিকপ্টারে যাত্রা শুরু।
১১.৩০ মিনিটে অযোধ্যার ✃সকেত কলোনি হেলিপ্যাডে অবতরণ।
১১.৪০ মিনিটে হনুমান গঢ়ি মন্দির দর্শন।
দুপুর ১২টায় রাম জন্মভূমিতে পৌঁছানো।
রাম লালা দর্শনের জন্য বরাদ্দ ১০ মিনিট।
দুপুর ১২.১🧸৫তে নির্মীয়মান রাম মন্দিরের প্রাঙ্গ🌟নে বৃক্ষ রোপণ।
১২.৩০ মিনিটে শুরু রাম মন্দিরের ভূমিপুজো।
১২.৪০ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।
১.১০ মিনিটে রাম জন্মভূমি ট্রাস্টের স্ব▨ামী নৃত্যগোপাল দাস ও অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার।
২.২০ মিনিটে লখনউয়ের উদ্দেশে যাত্রা।
২.০৫ মিনিটে সাকেত হেলিপ্যাডের উদ্দেশে রওনা।
রাম মন্দির ভূমিপুজো অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকা তৈরি হয়েছে লালꦐ কৃষ্ণ আডবানি ও মুরলী মনোহর জোশির মতো বর্ষীয়ান বিজেপি নেতা, আইনজীবী কে প্রসারণ ও অন্যান্য বিশিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে।
তামিল ভাষায় ‘শ্রী রাম’ লেখা একটি সোনা ও আর একটি রুপোর ইট রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ཧটকে দান করছেন তামিল নাডু থেকে আগত সা✤ধুরা। সোনার ইটটির ওজন ৫ কেজি এবং রুপোর ইটটির ওজন ২০ কেজি বলে জানা গিয়েছে।
অনুষ্ঠান উপলক্ষཧে ১৭৫ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, যে তালিকায় রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ১৩৫ জন সাধু।