দীর্ঘদিনের বিতর্ক, আইনি টানাপোড়েনের পর অবশেষে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরඣ স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে রামনগরী। ঝলমল করছে শহরের বিভিন্ন এলাকা। প্রতিটি বাড়িতেই নয়া রঙের ছোপ পড়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হ♐য়েছে মন্দির শহর।
'সোনার অধ্যায়', রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : অযোধ্যায় একটি সোনার অধ্যায় তৈরি করছে ভারত। কয়েক শতকে🍨র প্রতীক্ষা শেষ হল।
রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের মোদীকে ‘মহাপুরুষ’ বললেন যোগী
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদীকে ‘মহাপুরুষꦇ’ হিসেবে অভিহিত করেন তিনি।
শেষ রাম মন্দিরের ভূমিপুজো, ভিত্তিপ্রস্তর স্থাপন মোদীর
শেষ রাম মন্দিরের ভূমিপুজো। বেলা ১২ টা ৪৪ মিনিটে শেষ হয় সেই ভূমিপুজো। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরও স্থা🎃পন করেন 🤪প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভূমিপুজোয় যোগী-ভাগবত
ভূমিপুজোয় আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপা꧅ল আনন্দীবেন প্যাটেল এবং আরআরএস প্রধান মোহন ভাগবত।
শুরু রাম মন্দিরের ভূমিপুজো, সামাজিক দূরত্ব মেনে অংশ নিলেন মোদী
রাম মন্দিরে শুরু হয়ে গিয়েছে ভূমিপুজো। সামাজিক দূরত্বের বিধি মেনে পুজোয় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্ꦏর মোদী।
রাম জন্মভূমিতে পৌঁছালেন মোদী
রাম জন্মভূꦕমিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দিরের ভূমিপুজোর জন্য তৈরি অযোধ্যা, দেখুন লাইভ
ঐতিহ্য মেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দ্বিতীয় গেট দিয়ে হনুমান গঢ়ি মন্দিরে প্রবেশ করেন প্র🦩ধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ভগবান হনুমানের মন্দিরে আরতি করেন। তারপর মন্দিরের পরিক্রমা করেন। 🐲শেষে মন্দিরের প্রধান মহন্ত রমেশ দাস মোদীকে একটি পাগড়ি, মুকুট উপহার দেন। সেখানে ১০ মিনিট কাটানোর পর রাম জন্মভূমির উদ্দেশে রওনা দেন মোদী।
অপেক্ষার প্রহর ক্রমশ কমছে, অযোধ্যায় পৌঁছালেন মোদী
অযোধ্যায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের ভূ🍨মিপুজোর জন্য ൩২৯ বছর পর অযোধ্যায় পা দিলেন তিনি।
ভূমি পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ সময় মাত্র ৩২ সেকেন্ড, জানুন কী কারণে তা শুভ
ভূমি পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ সময় মাত্র ৩২ সেকেন্ড! কারণ জেনে নিন - ভূমি পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ সময় মাত্র🌳 ৩২ সেকেন্ড, জানুন কী কারꩲণে তা শুভ
লখনউয়ে পৌঁছালেন মোদী, এবার চপারে যাত্রা
নির্ধারিত সময় মেনে লখনউ🦹য়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে চপারে করে রাম মন্দিরের অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছেন তিনি।
অযোধ্যায় পৌঁছালেন যোগী
অযোধ্যায় রাম জন্মভূমিস্থলে পৌঁছালেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত🐎্রী ওযোগী আদিত্যনাথ।
রথযাত্রায় সামিলের ৩০ বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপন, রাম মন্দিরে মোদীর ভূমিকা কী?
১৯৯০ সালে গুজরাত পর্বের রথযাত্রায় সামিল হয়েছিলেন নরেন্দ্র মোদী। ৩০ বছর তাঁর হাত ধরেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছ। রাম মন্দিরে মোদীর ভূমিকা, তা পড়তে এখানে - রথযাত্রায় সামিলের ৩০ বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপন, রꦍাম মন্দিরে মোদীর ভূমিকা কী?
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অযোধ্যার উদ্দেশে রওনা মোদীর
রাম মনℱ্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বুধবার সকালেই অযোধ্যার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দিরের ভূমিপুজোয় উচ্ছ্বাস ওয়াশিংটনে, ক্যাপিটল হিলের বাইরে জড়ো ভারতীয়রা
রাম মন্দিরের ভিত্তি🔯প্রস্তর স্থাপনে উচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের। ওয়াশিংটনের ক্যাপিটল হিলের বাইরে জমায়েত হয়ে আনন্দে মাতলেন তাঁরা।
মোদীর সফরের আগে স্যানিটাইজেশন হনুমান গঢ়ি মন্দিরে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 💎সফরের আগে অযোধ্যা হনুমান গঢ়ি মন্দিরে স্যানিটাইজেশন। সকাল ১১ টা ৪০ মিনিটে সেই মন্দিরে পৌঁছাবেন মোদী।
রাম মন্দিরের ভূমিপুজোয় মোদীর নিরাপত্তা বলয়ে থাকবেন করোনা মুক্ত ১৫০ পুলিশকর্মী
বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে অযোধ্যার সাকেত কলেজ꧅ের হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা বলয়। আর সেই সুরক্ষা বলয়ে থাকবেন ১৫০ জন পুলিশকর্মী। যাঁরা করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই পুলিশকর্মীদের শরীরে অ্য⛦ান্টিবডি গড়ে উঠেছে। তাই আবারও করোনা আক্রান্ত হওয়া বা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কার্যত নেই, অত্যন্ত আগামী কয়েকমাসের জন্য।