করোনাভাইরাস প্রকোপের মধ্যে ভারত-সহ বিশ্বজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের উপবাস। মহামারীর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যবারের মতো এবার অবশ্য সামনাসামনি উৎসব পাল🧜ন হবে না। তাই বাড়িতে বসেই ফোন, হোয়্যাটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ায় নিজের প্রিয়জনদের শুভেচ্ছাবার্তা পাঠান। এমনকী হোয়্যাটসঅ্যাপে পাঠাতে পারেন রমজান বিশেষ স্টিকারও।
কীভাবে হোয়্যাটস অ্যাপ স্টিকার ডাউনলোড করবেন?
১) হোয়্যাটসঅ্যাপ খুলুন।
২) যে কোনও চ্যাটের মধ্যে যান।
৩) টেক্সট টাইপিং বারে ইমোজি আইকনে ক্ল൩িক করুন। তারপর 'Recently Used' ইমোজি ꧒সেকশন খুলে যাবে।
৪) সেই সেকশনের একদম নীচের দিকে Sticker আইকনে ক্লিক করুন। ইমোজি ও GIF আইকনের༺ মধ্যে দဣেখতে পাবেন।
৫) তারপর ডানদিকে (+) আইকনে ক্লিক ไকরুন। এবার স্টিকার প্যাক সেকশন খুলে যাবে।
৬) তারপর স্ক্রল করে নীচে যান। সেখানে ‘Get More Stick🐲ers’-এ ট্যাপ করুন।
৭) ট্যাপ করার পরে গুগল প্লে স্ꦏটোরে হোয়্যাটসঅ্যাপ স্টিকার পেজ খুলবে। সেখানে সার্চ বারে 'Ramadan WhatsApp Stickers' ল👍িখে রমজানের স্টিকার খুঁজুন।
৮) সেখান থেকে আপনি স্টিকার প্যাক ডাউনলোড করতে পারবেন। 'Recently used', 'Favourite stickers' ও 'Theme-wise stickers'-র সঙ্গে রমজানের স্টিকার দꦇেখাবে। তা নিজের প্রিয়জনকে পাঠান।
বাড়িতে বসেই প্রিয়জনদের কী কী শুভেচ্ছাবার্তা পাঠাবেন, দেখে নিওন 🐟-
১) সামনে রোজার দিন। আগে থেকে শপথ নিন। রাখবেন রোজা ৩০ দ🅠িন। পড়বেন নামাজ প্রতিদিন। আল্লাহ আমাদের তৌফিক দিন।
২) আসিতেছে রমজান। পড়ি সবাই কোরান। একটা হরফে দশটাဣ নেকী। ঘোষণা করেছেন আল্লাহ মহান। পবিতꦅ্র মাহে রমজানের শুভেচ্ছা।
৩) ত♏োমার পরিবারের সকলের জন্য রইল পবিত্র রমজান মাসেরꦦ শুভেচ্ছা।
৪) মা꧂হে রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক জীবন। সবাইকে রমজান মুবারক।
৫) এল রে এল রে ওই মাহে রমজান। মানবজাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান। পুণ্যের সূর্য উদয় হলো, পাপের হলো অবসান। সব জরাজীর্ণ ঝেড়ে ফেলে দিয়ে, ইমান করবে শান। রহমতের ডালি নিয়ে এল মাহ𒁃ে রমজান!