এদিন সকালেই বিভিন্ন আফগান সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল যে আফগানিস্তানের তিনটি জেলা তালিবান মুক্ত করেন বিদ্রোহীরা। এরপরই সেই খবরে সিলমোহর দিয়ে আফগানিস্তানের প্রাক্তন কার্যকরী প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি তালিবানের উদ্দেশে হুঁশিয়ারি ছুঁড়ে দেন। বিসমিল্লাহ দাবি করেন, আফগানদের মধ্যে প্রতিরোধের স্পৃহা এখনও বেঁচে রয়েছে। স্থানীয়দের দাবি, ৪০ জন তালিবানিকে হত্🤪যা করা হয়েছে আর কমপক্ষে ১৫ জন জখম হয়েছে। য𝓀দিও এ বিষয়ে তালিবানের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী বাঘলান প্রদেশের পোল-এ-হেসার, দেহ 🔯সালাহ, বানু জ❀েলা থেকে তালিবানকে হটিয়েছে সাধারণ মানুষের বিদ্রোহী দল। এরপরই একটি টুইট করে বিসমিল্লাহ মোহাম্মাদি লেখেন, 'তালিবান জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাঘলান প্রদেশের পোল-এ-হেসার, দেহ সালাহ, বানু জেলা বিদ্রোহী বাহিনী পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বিদ্রোহ এখনও বেঁচে আছে।'
জানা গিয়েছে, আফগানিস্তানের প্রাক্তন কার্যকরী প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি বর্তমানে পঞ্জশির প্রদেশে রয়েছেন। আফগানিস্তানের এই প্রদেশটিতে এখনও পর্যন্ত পা রাখতে পারেনি তালিবান। এই প্রদেশ থেকে আহমেদ মাসুদ এবং স্বঘোষিত কার্যকরী আফগান রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই প্রদেশের অধিকাংশ মানুষ তাজিক। এই প্রদেশ প্রাকৃতিক একটি দুর্গ। চতুর্দিকে হিন্দুকুশের পর্বত। মাঝে একটু💙করো সমতল। এই কারণেই তালিবান এই এাকায় এখনও ঢুকতে পারেনি।