কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অস্ত্র ও গুলি-সহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি। রবিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় বলে জানা𓄧ন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ওই দꦑুজন রামু উপজেলার ইদগড় এলাকার শাকের আহমদের ছেলে মোহাম্মদ জাবের (২০) এবং উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)। স্থানীয় থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রবিবার সন্ধ্যায়💜 উখিয়া উপজেলার কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় কয়েজন রোহিঙ্গা আশ্রয় শিবিরে সরবরাহের জন্য অস্ত্রের চালান-সহ অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্𒁃টা চালায়। এসময় ধাওয়া করে পুলিশ ২ জনকে আটক করে বাকিরা পালিয়ে যায়। আটকদের সঙ্গে থাকা ছোট একটি পোটলার ভিতরে পাওয়া যায় বাংলাদেশে তৈরি ১টি বন্দুক ও ৫০টি গ༒ুলি।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছে, উদ্ধার অস্ত্র ও গুলি রোহিঙ্গা আশ্রয় শিবিরে সক্রিয় একটি সন্ত্রাসী গোষ্টির কাছে সরবরাহের জন্য তারা কুতুপালং বাজার এলাকায় অবস্থান করছিল। এর আগেও তারা কয়েকবার অস্ত্রের চালান পাচার করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা ক🐬রা হয়েছে বলে জানান থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হ🧸য়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)