পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করবে না রা𝕴শিয়া। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মস্কোয় এক বৈঠকে এই কথা জানান রুশ প্র🐻তিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোইগু। জানা গিয়েছে, ভারতের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
মলাক্কা প্রবাহে দুই দিন ব্যাপী ভারত-রাশিয়া যৌথ নৌ-মহড়ার আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। রাজনাথ জানিয়েছেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে♍ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ♚দুই দেশের আগ্রহই প্রতিফলিত হয়েছে যৌথ মহড়ায়।
বৈঠকে 🦋ভারতের নিরাপত্তার বিষয়ে রাশিয়ার সমর্থন ও সহযোগিতার প্রশংসা করেন রাজনাথ। জবাবে কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া উদ্যোগে রাশিয়ౠার সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেনারেল শোইগু।
সেই সঙ্গে ২০২১ সালে প্রস্তাবিত ‘এয়ারো ইন্ডিয়া’ উদ্যোগে রাশিয়ার অংশ✨গ্রহণের আশ্বাস দেন তিনি। আগামী বছরের ৩ থেকে ৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর উপকণ্ঠে এয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে ওই 🌳অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে তৎপর কেন্দ্রীয় সরকার।