গ্যারি কাসপারভ। নামটা অনেকেরই বেশ চেনা। দাবায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। এবার স𒁃েই গ্যারির বিরুদ্ধে বড় অভিযোগ আনল রাশিয়া। রাশিয়💯ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা রসফিনমনিটরিং দাবার ওই গ্র্যান্ডমাস্টারকে জঙ্গি ও চরমপন্থীদের তালিকাভুক্ত করেছে।
এদিকে প্রাক্তন ওই দাবারু দীর্ঘদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুলতেন🐓। সেই সঙ্গে ইউক্রেনের উপর হামলার ঘটনাকে ঘিরে রাশিয়ার সেনার সমালোচনাও করতে🐟ন কাসপারভ । হয়তো সেকারণেই এবার বড় মাসুল গুনতে হতে পারে তাঁকে।
মনে করা হচ্ছে এবার রাশিয়ার ওই আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কাসপারভের অ্য়াকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। এই সংস্থা মূলত খেয়াল রাখে আর্থিক প্রতারণা সংক্রান্ত কোনও ঘটনা হচ্ছে কিনা। জ👍ঙ্গি গোষ্ঠীগুলিকে কেউ আর্থিক সহায়তা করছে কি না এটাও দেখে ওই আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। আর সেই সংস্থাই এবার বড় পদ🥃ক্ষেপ আনতে পারে গ্যারি কাসপারভের বিরুদ্ধে। তবে কেন কাসপারভের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিয়ে আসা হচ্ছে তা নিয়ে অবশ্য় পরিস্কারভাবে কিছু জানা যায়নি।
তবে মানবাধিকার সংগঠনগুলির দাবি, এভাবে কাউকে দাগিয়ে দেওয়া এটা ক্রেমলিনের একটা বড় পদক্ষেপ। এর মাধ্য়মে মূলত যেটা করা হয় সেটা হল কেউ যদি রাষ্ট্রের কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও মতামত দেয় তৎক্ষণাৎ তাকে জঙ্গܫি বলে দাগিয়ে দেওয়া। তাকে এমন একটা পর্যায়ভুক্ত করে দেওয়া যাতে সে আর কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে না পারে। সামাজিক ও আর্থিকভাবে তাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয় ক্রমাগত। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে গ্য়ারির বিরুদ্ধে বাস্তবে নির্দিষ্ট কী কী অভিযোগ ♔রয়েছে যার ভিত্তিতে তাকে এভাবে জঙ্গি তালিকাভুক্ত করা হচ্ছে তা বিস্তারিতভাবে জানা যায়নি।
এদিকে কাসপারভ বিশ্বের অন্য়তম গুরুত্বপূর্ণ দাবা খেলোয়াড় বলে পরিচিত। ত📖িনি প্রায় এক দশক ধরে আমেরিকায় বাস করেন। নানা ধরনের রাজনৈতিক কার্যকলাপের সঙ্গেও তিনি যুক্ত। এদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি পাশ্চাত্য দুনিয়ার কাছে আবেদন করেছিলেন যাতไে কিভকে সাপোর্ট করা যায় ও মস্কোর বিরুদ্ধে ইউক্রেন জয়ী হলে সেটা রাশিয়ার পক্ষেও ভালো হবে বলে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে রাশিয়ার পদক্ষেপের বিরুদ্ধে মন্তব্য করার জেরে আগে থেকে কাসপারভকে বিশেষভাবে চিহ্নিত করে রেখেছিল রাশিয়া। এবার হতে পারে কঠোর পদক্ষেপ।