আমেরিকা ও তার সহযোগী শক্তি এই যে রাশিয়ার উপর অর্থনৈতিক নি𝓡ষেধাজ্ঞা আরোপ করেছে তার জেরে কি ভারতের সঙ্গে বিশ্ব বাণিজ্যের বড় কোনও প্রভাব পড়বে? এই প্রশ্ন ইতিমধ্যেই বড় করে দেখা দিয়েছে। করোনার ধাক্কা সামলে ওঠার আগে ফের কি অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়ে যাবে? তবে একাধিক বিশেষজ্ঞের দাবি, সরাসরি ভারতে কোনও প্রতিক্রিয়া তৈরি হবে না প্রাথমিকভাবে।
এক বিশেষজ্ঞের দাবি,ভারত ন্যাটো সদস্যভুক্ত দেশ নয়। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যও নয়। সেক্ষেত্রে বড় কোনও প্রভাব পড়বে না। অপর এক বিশেষজ্ঞের দাবি, সামরিক সমাধান নিয়ে আলোচনা চাইছে ভারত। তবে বর্তমান পরিস্থিতির বীজ নি🐟হিত রয়েছে সেই ১৯৪৯ সাল থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টকে জানিয়ে💃ছেন, সৎ ও যথাযথ আলোচনার মাধ্যমে ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটানো সম্ভব।তবে ভারত সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে।
এদিকে বিদেশ দফতর ও বাণিজ্য মন্ত্রকের আধিকারিকরা গোটা পরিস্থিতির উপর পর্যালোচনা করছেন। ওয়াকিবহাল মহলের মতে, আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার একাধিক ব্যাঙ্কে প্রভাব পড়তে পারে। এক বিশেষজ্ঞের দাবি, রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু। স্ট্র্য়াটিজিক কারণেও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিবিড়। ।তবে রাশিয়া তেল ও গ্যাসের বড় উৎপাদক। সেক্ষেত্রে সরবরাহের কোনও ঘাটতি হলে ভারতের শক্তি সম্পদের দ𝐆ামও বৃদ্ধি 🉐হতে পারে। নিউ দিল্লিতে থাকা রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুস্কিন জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার জেরে ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ও প্রকল্প তা সে এনার্জি, কিংবা প্রতিরক্ষা যাই হোক না কেন প্রভাব পড়বে না।