দিল্লি আবগারি মামলায় গ্রেফতার সঞ্জয় সিং। আপ এমপি সঞ্জয় সিংকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা হয়েছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। এনি♓য়ে তৃতীয় আপ এমপি যাঁকে গ্রেফতার করা হল।
ইডির তরফে দাবি করা হয়েছিল ২০২১-২২ দিল্লি আবগারি পলিসিতে কিছু বদল করে মদ ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার কাজ করেছিলেন আপ নেতারা। এনিয়ে লক্ষ লক্ষ টাকার ডিল হ🔥য়েছিল বলে অভিযোগ। ঘুষও খেয়েছিলেন আপ নেতারা। এবার সেই মামলায় গ্রেফতার আপ এমপি সঞ্জয় সিং। তবে আপ বরাবরই এই অভিযোগ অস♏্বীকার করেছে।
এদিকে মণীশ সিসোদিয়ার পরে সঞ্জয় সিংয়ের গ্রেফতারিকে কেন্দ্র করে আপের অন্দরে ব্♋যপক শোরগোল পড়ে গিয়েছে। এদিন সকাল থেকেই আপ নেতার বাসভবনে তল্লাশি চালাচ্ছিল ইডি।
ইডির দাবি মণীশ সিসোদিয়া মামলায় দীনেশ অরোরা নামে এক রেস্💎তরাঁ মালিকের নাম ছিল। আর সেই ব্যক্তি সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাকে গত জুলাই মাসে সিবিআই গ্রেফতার করেছিল। ইডির জানিয়েছিল, অরোরা প্রথম দিকে সঞ্জয় সিংয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। পরে তার মাধ্য়মেই সিসোদিয়ার সঙ্গে তার যোগাযোগ হয়। তার নিজের রেস্তরাঁতে একটি অনুষ্ঠানে সিসোদিয়ার সঙ্গে তার আলাপ হয়েছিল।
ইডির দাবি, ২০২০ সালে সিংয়ের কাছ থেকে অরোরার কাছে একটি ফোন গিয়ꦑেছিল। বলা হয়েছিল দিল্লি বিধানসভা ভোট আসছে। আপের এবার ফান্ডের দরকার। আপ অন্য় রেস্তরাঁর মালিকদের কাছ থেকেও ফান্ড চাইছে।
ইডির চার্জশিটে বলা হয়েছে, সিংয়ের অ🔴নুরোধে সে একাধিক রেস্তরাঁর সঙ্গে কথা বলে। শেষ পর্যন্ত ৮২ লা🔯খ টাকা তারা পার্টি ফান্ডের নাম করে সিসোদিয়াকে দিয়েছিল।
এরপর সিসোদিয়ার সঙ্গে একাধিকবার তাদের ꦑদেখা হয়ে🔯ছিল। শেষ পর্যন্ত আপ নেতা সঞ্জয় সিং এবার ইডির জালে।