দেশের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী মাসেই তিনি নিতে চলেছেন শপথ। নভেম্বর মাসের ১১ তারিখে তিনি শপথ নিতে চলেছেন। উল্লেখ্য, বর্তমানে দেশের প্রধান বিচারপতি পদে রয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর অবসরের পর সঞ্জীব খান্না এবার দায়িত্ব নেবেন।
দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তালিকায় ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে স্থান পাচ্ছে সঞ্জীব খান্নার নাম। আগামী নভেম্বর মাসে ১১ তারিখ তিনি নিতে চলেছেন শপথ। দেশের বর্তমান প্রধান বিচারপতির থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন। প্রসঙ্গত, ডিওয়াই চন্দ্রচূড় অবসর নিতে চলেছেন ১০ নভেম্বর। তার পরদিনই শপথ নতুন প্রধান বিচারপতির। উল্লেখ্য. গত ২০২২ সালে করোনাকালে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন ডিওয়াই চন্দ্রচূড়।
এদিন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক এক্স পোস্টে জানান,' ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতির সাথে পরামর্শের পর, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক শ্রী বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে খুশি হয়েছেন। ১১ ই নভেম্বর, ২০২৪ থেকে কার্যকর।'
( Hilsa in Mansai River: গঙ্গা-পদ্মাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তরবঙ্গের মানসাই নদীতে উঠল ইলিশ, ওজন ৪০০ গ্রাম থেকে ১ কেজি)