সোমবার বারাণসী জেলা শাসককে সুপ্রিম কোর্টের তর🅰ফে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত ব্যাপারে একটা মিটিং ডাকতে হবে। মূলত রমজান মাসে জ্ঞানবাপী মসজিদ ম্যানেজমেন্ট কমিটি আবেদন করেছিল রমজানের প্রার্থনার জন্য মসজিদে উজু করার ব্যবস্থা করে দিতে হবে। এদিকে এই জ্ঞানবাপী মসজিদের মধ্যেই একটি শিবলিঙ্গের অস্তিত্বও মিলেছিল। গত বছর সমীক্ষা চালানোর সময় এই শিবলিঙ্গের দেখা মেলে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, জেলা শাসক একটি মিটিং ডাকবেন। সেখানে মসজিদ পরিচালꦺন𝓀াকারী কর্তৃপক্ষের লোকজনও থাকবেন। অন্য়ান্য স্টেক হোল্ডাররা থাকবেন।
ওই বেঞ্চে বিচারপতি প♋িএস নরসিংহ, জেপি পর্দিওয়ালা রয়েছেন। ফের শুক্রবার গোটা বিষয়টিকে তোলা হবে শুক্রবার। তখনই উজু সংক্রান্ত যাবতীয় নির্দেশ দেওয়া হতে পারে।
সিনিয়র আইনজীবী হুজেফা আহমাদি আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির ♛তরফে আদালতে সওয়াল করেন। এই কমিটি রমজানের দিনগুলিতে মসজিদে ব্যপক ভিড় সামাল দেওয়ার কাজ করেন।
অ্যাডভোকেট ফুজায়েল আহমদ আয়ুবি আহমদির সহায়ক হিসাবে কাজ করছেন। একটি মোবাইল ওয়াশ🉐রুম ও টয়লেট এই কারণে ব্যবহার করা যেতে পারে। আইনজীবী জানিয়েছেন, জেলা প্রশাসনকে আগের নির্দেশ সম্পর্কে জানাতে হবে। রমꦐজানের জন্য় সেই উজুর কর্মসূচিকে যাতে সঠিকভাবে মানা যায় তার ব্যবস্থা করার জন্য় অনুরোধ করা হয়েছে।
উত্তর প্রদেশ সরকারের পক্ষে সলিসিটর🤪 জেনারে﷽ল তুষার মেহেতা উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, মসজিদ পরিচালন কমিটির লোকজন জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করতে পারে। যাতে উপযুক্ত ব্যবস্থাপনা করা যায়।সেই সঙ্গেই ধর্মীয় ভাবাবেগকে যাতে সঠিকভাবে মান্য়তা দেওয়া হয় সেটাও উল্লেখ করা হয়েছে।
বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, সমস𒅌্ত পক্ষকে একজায়গায় বসে আলোচনা করতে হব♈ে। এরপরই আদালত এনিয়ে নির্দিষ্ট নির্দেশ দেবে।
এদিকে গত বছরের মে মাসে যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল সেই জায়গাটিতে রক্ষণাবেক্ষণ ও সুরক্ষিত করা꧟র জন্য নির্দেশ হয়েছিল। এরপর কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া ওই মসজিদে ভিডিয়ো গ্রাফি সার্ভে করার ব্যাপারেও নির্দেশ দিয়েছিল আদালত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT Apꦺp ডাউনলোড করার লিঙ্ক