মঙ্গলবারের এক রায়ে ফিউচার রিটেল লিমিটেডকে রিলায়েন্স চুক্তি মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। এই মামলায় 'ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনাল' এর প্রক্রিয়া শু꧂রু করে দিল্লি হাইকোর্ট🉐ে আবেদন করার জন্য ফিউচার গ্রুপ পেয়েছে অনুমতি। উল্লেখ্য, রিলায়েন্সের সঙ্গে ফিউচারের ২৪, ৭৩১ কোটি টাকার সংযুক্তিকরণ চুক্তি ঘিরেই এই মামলার সূত্রপাত।
১৫ ফেব্রুয়ারির মামলার ঠিক একবছর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই মামলা নিয়ে বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিশোর বিয়ানির সংস্থা ফিউচার রিটেলের সঙ্গে রিলায়েন্সের সংযুক্তি চুক্তি ঘিরে 'ন্যাশনাল🎀 কম্পানি ল ট্রাইবুনাল'কে চূড়ান্ত বক্তব্য রাখার জায়গা থেকে সরিয়ে তাকে এই সংযুক্তিকরণের প্রক্রিয়া ঘিরে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়। এরপর মঙ্গলবার আদালতকে ফিউচার গ্রুপ জানিয়েছে যে, 'ন্যাশনাল কম্পানি ল ট্রাইবুনাল' কয়েকটি ধাপে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। ফলে এই প্রক্রিয়া চটজলদি হবে না। লাগবে একাধিক মাস। যাতে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অনুমতি আদালত দেয়, সেই মর্মে আদালতের কাছে আবেদন জানায় ফিউচার গ্রুপ। তারপরই আদালত জানিয়েছে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিউচারগ্রুপকে ছাড় দেওয়া হল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি গ্রহণের।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া ইস্যুতে দিল্লি হাইকোর্ট অনুমোদন দিতে পারবে। আর সেই অনুমোদনে সুপ্রিম কোর্টের কোনও অবজারভেশন দ্বারা প্রভাবিত না হয়েই অনুমোদন দিতে হবে। এর♉ আগে, ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে সুবিধাজনক পরিস্থিতিতে যায় অ্যামাজন। যারা চাইছে এই সংযুক্তিকরণের চুক্তিতে বাধা প্রদানের। এর আগে, অক্টোবরে এই মামলায় চুক্তি ঘিরে সিঙ্গাপুর আরবিট্রেশন ট্রাইবুনাল থেকে অন্তবর্তী স্থগিতাদেশ নিয়ে নেয় অ্যামাজন। উল্লেখ্য, ফিউꦏচারের সঙ্গে অ্যামাজনের পার্টনারশিপ ঘিরে এই মামলায় বাধ সাধে অ্যামাজন। ফলে তারা চাইনি ফিউচার রিটেলের সঙ্গে রিলায়েন্সের এমন সংযুক্তিকরণের চুক্তি। আইনি পথে সংযুক্তিকরণকে রোখার পথ নেয় অ্যামাজন।