ওড়িশার সুন্দরগড়ে তির-ধনুক নিয়ে স্কুল 'দখল' করেন এক ব্যক্তি। এরপর দীর্ঘ ৪ দিন ধরে সেই স্কুল দখল করেই বসে থাকেন সেই ব্যক্তি। তবে অবশেষে পুলিশের জালে ধরা দেন তিনি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্য়ক্তির নাম ধানি মুন্ডা। তিনি ১০০ কোটি টাকার দাবি জানিয়ে ১০ পাতার একটি বিবৃতি জারি করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, ওড়িশার সুন্দরগড় জেলার বড়জাল আপার প্রাইমারি স্কুল দখল করেছিলেন ধানি মুন্ডা। গত শনিবার তিনি আচমকাই তির ধনুক নিয়ে সেই স্কুলে প্রবেশ করেছিলেন। এরপর থেকে তিনি সেই অস্ত্র নিয়েই স্কুলে থাকা মানুষজনদের ভয় দেখাতে থাকেন। স্কুলের প্রধান শিক্ষককে তিনি মাথায় আঘাতও করেন। (আরও পড়ুন: মুখে হাসি, পকেট ভারী! পুজোর আগে ৬০০০ টাকা বাড়ল এই রাজ্য সরকারি কর্মী꧑দের বেতন)
আরও পড়ুন: রাজ্যে নিয়োগ পাচ্ছেন ১৪০৫২ শিক্ষক, মাসে মাসে কত বেতন-DA-☂HRA হাতে আসবে তাঁদের?
আরও পড়ুন: মার্কিন মুলুকে ১০ দিনে দ্বিতীয়বার 'হামলা' মন্দ🥀িরে, লেখা হল হিন্দু বিরোধী স্লোগান
জানা যায়, শনিবার বিকেল নাগাদ ধানি মুন্ডা বড়জাল উচ্চপ্রাথমিক বিদ্যালয়ের ছাদে চড়েন। তারপর তিনি স্কুলের ভিতরে ঢোকেন। স্কুলে সেই সময় যাঁরা ছিলেন, তাঁদেকে তির ধনুক দেখিয়ে ভয় দেখান ধানি মুন্ডা। এরপর এভাবেই তিনি চারদিন ধরে স্কুলের দখলে থাকেন। এরপর মঙ্গলবার ধানি মুন্ডাকে ধরতে গেলে পুলিশের ওপরও আক্রমণ হয়। ধানির ছোড়া তিরে জখম হন মহুলপদ থানার ওসি সুরেশ চন্দ্র প্রধান। এদিকে সেই স্কুলের আশেপাশে দিয়ে যেতে পারছিলেন না স্থানীয়রা। স্কুলের ছাদে উঠে যাকে দেখছিলেন, তাকেই তির ছুড়ছিলেন ধানি। (আরও পড়ুন: রাতভর চলেছে বৃষꦑ্টি, আজও ভাসবে বাংলা, বহু জেলায় জারি লাল সতর্কতা)
আরও পড়ুন: পড়শি দেশ থেকে ৯০০ 'জ✨ঙ্গি' ঢুকে🐭 হামলা করবে মণিপুরের গ্রামে? ১৮০ ডিগ্রি ঘুরলেন CM
এদ🍸িকে এই ৪ দিন স্কুলে থাকাকালীন স্কুলের মিড ডে মিলের খাবার রান্না করে খেয়েছিলেন ধানি মুন্ডা। এরপর এলাকার কয়েকজন তরুণকেও পণবন্দি করার চেষ্টা করেছিলেন ধানি মুন্ডা। তবে তাঁর সেই প্রয়াস ব্যর্থ করা হয়। এরপর অবশেষে মঙ্গলবার দমকল বাহিনীর সঙ্গে গিয়ে ডিভিএফ কর্মীরা স্কুলে ঢোকেন। তির থেকে রক্ষা পেতে একটি স্টিলের গেটকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। এসডিপিও স্বরাজ দেবত জানান, ধানি মুন্ডার মানসিক ভারসাম্য নেই বলে মনে করা হচ্ছে। তবে এই হামলার নেপথ্যে আসল কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।