সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণা ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্নভাবে তথ্য হাতিয়ে অথবা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছে সাইবার প্রতারকরা। আর এবার সাইবার প্রতারকদের ফোন পেয়েই মৃত্যু হল এক শিক্ষিকার। অভিযোগ, এক সাইবার দুষ্কৃতী তাঁকে ফোনে জানিয়েছিল যে তাঁর মেয়ে মধুচক্রের সঙ্গে জড়িত। তা শোনার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যꦐু হয় ওই শিক্ষিকার। ঘটনাটি ঘটেছে ꧅উত্তরপ্রদেশের আগ্রায়। উল্লেখ্য, পুলিশের ধারণা এটিই হল এই ধরনের প্রথম ঘটনা যেখানে সাইবার প্রতারকদের জন্য এভাবে জীবন দিতে হল এক শিক্ষিকাকে। মৃতা শিক্ষিকার নাম মালতি ভার্মা।
আরও পড়ুন: CBI পরিচয় দিয়📖ে গ♕্রেফতার করার হুমকি, ৭ কোটি গচ্চা গেল শিল্পপতির, ধৃত ২
জানা গিয়েছে, মালতি আগ্রার একটি সরকারি স্কুলের একজন শিক্ষিকা। তিনি একজন মহিলার কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ কল পেয়েছিলে😼ন। ওই মহিলা শিক্ষিকাকে বলেছিলেন, তাঁর কলেজ পড়ুয়া মেয়ে একটি মধুচক্রের সঙ্গে জড়িত। এই কাজ করার সময় ধরা পড়েছে। গত ৩০ সেপ্টেম্বর এই ফোন পেয়েছিলেন ওই শিক্ষিকা। এরপর প্রতারকেরা হুমকি দেয়, এক লক্ষ টাকা দিলে বিষয়টি ধামাচাপা দেওয়া সম্ভব হবে কেউ জানতে পারবে না। তবে মেয়ে মধুচক্রের সঙ্গে জড়িত শুনেই কার্যত আকাশ ভেঙে পড়ে শিক্ষিকার মাথায়। সেই ধাক্কা তিনি সামলাতে পারেননি।
মালতির ছেলে, দীপাংশু জানান, দুপুরের দিকে ফোনটি এসেছিল। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা স্থানান্তর করতে বলেছিল ফোনের ওপারে থাকা মহিলা। তিনি জানান, ওই মহিলা নিজেকে পুলিশের একজন আধিকারিক বলে দাবি করেন। জানা গিয়েছে, মালতি ভার্মা একটি সরকারি গার্লস জুনিয়র হাই স্কুলে পড়াতেন। স্বাভাবিকভাবেই একজন শিক্ষিকা হওয়ায় তাঁর সুনাম ছিল এলাকায়। 🔯কিন্তু, ফোনে এই ধরনের কথা জানতে পেরে লোক লজ্জার ভয়ে থাকা সামলাতে পারেনি। তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
দীপাংশু জানান, তিনি ফোন নম্বর খতিয়ে দেখেন সেটি ভারতের নম্বর নয়। এরপরে তিনি মাকে আশ্বস্ত করেন যে এটি প্রতারকদের ফোন। এমনকী তিনি বোনের সঙ্গেও ফোনে কথা বলেন। সেই♍ সময় তার বোন কলেজেই ছিলেন। কিন্তু, তারপরেও নিজেকে সামলাতে পারেননি মহিলা এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মায়াঙ্ক তিওয়ারি জানিয়েছেন, বৃহস্পতিবার পরিবারটি অভিযোগ দায়ের করেছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।