Cyclone Dana Landfall Highlights: মধ্যরাতে ওড়িশার🐽 ভিতরকণিকা এবং ধামরার মধ্যে আছড়ে পড়ার পরে প্রায় আট ঘণ্টা ল্যান্ডফল চলল প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’-র। তার জেরে ওড়িশার কেন্দ্রপাড়া, ভদ্রক এবং জগৎসিংপুর জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। উঠেছে ঝোড়ো হাওয়া। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুটি জেলায় (পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা) বেশি প্রভাব পড়লেও আপাতত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ঘূর্ণিঝড় ‘দানা’ এবার কোন পথে যাবে? পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
Cyclone Dana LIVE: নবীনের ব্যাটন তুলে নিলেন মোহন
সাফল্যের সঙ্গে নবীন পট্টনায়েকের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন মোহন মাঝি। ১৯৯৯ সালে সুপার সাইক্লোনে অসংখ্য প্রাণহানির পরে যেভাবে ঘূর্ণিঝড়ের দাপট কমানোর জন্য কাজ করেছিলেন নবীন, তাঁর উত্তরসূরিও সেই ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন। ওড়িশা সরকারের তরফে জানাꦉনো হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ওড়িশায় ঘূর্ণিঝড় ‘দানা’ তাণ্ডব চালালেও কোনও প্রাণহানির খবর ম𝔍েলেনি।
Cyclone Dana Landfall LIVE: গঙ্গাসাগরে পড়েছে অনেক গাছ
দক্ষিণ ২৪ পরগণা: গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে আছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা গাছ কে♛টে সেই সমস্ত রাস্তা পরিষ্কারের কাজ করেছেন।
Cyclone Dana Landfall LIVE: বড় কোনও বিপদ হয়নি কুলতলিতে
দক্ষিণ ২৪ পরগণা: কুলতলি-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা𓂃য় ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে। তবে ভাগ্যবশত আরও বেশি প্রভাব পড়েনি। গভীর রাতে নদীর জল ফুলেফেঁপে উঠেছিল। তবে সকাল থেকে ঢেউ অনেক কম। সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
Cyclone Dana Landfall LIVE: বাংলার কোন কোন জেলায় হলুদ ও কমলা সতর্কতা?
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পু𝄹রুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ পূর্ব বর্ধমান, পশ্চিম ব🎉র্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Cyclone Dana Landfall LIVE: আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় লাল সতর্কতা জারি থাকছে?
নতুন করে পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কোনও পরিবর্তন হয়নি। আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় (দক্ষিꦐণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে অত্যধিক ভারী বৃষ্টি (২০০ মিমির বেশি) হতে পারে।
Cyclone Dana Landfall LIVE: শিয়ালদা দক্ষিণে চালু ট্রেন
﷽সকাল আটটায় কলকাতা বিমানবন্দরে পরিষেবা চালু হয়েছে। এবার শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হল।
Cyclone Dana Landfall LIVE: অল্পবিস্তর ক্ষতি ওড়িশায়, তবে আপাতত নেই হতাহতের খবর
ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে ওড়িশা অল্পবিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। আপাতত কোনও হতাহতের খবর মেলেনি। তবে উপকূলবর্তী কেন্দ্রপাড়া, জগৎসিংপুর এবং ভদ্রক জেলায় প্রচুর গাছ উপড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কুঁড়েঘর। ᩚᩚᩚᩚᩚᩚᩚ🍸ᩚᩚ𒀱ᩚᩚᩚউপকূল লাগোয়া বিভিন্ন গ্রামে নোনা জল ঢুকে গিয়েছে।
Cyclone Dana Landfall LIVE: ৮ ঘণ্টা পরে শেষ ঘূর্ণিঝড় ‘দানা’-র ল্যান্ডফল, ধীরে ধীরে কমবে শক্তি
প্রায় আট ঘণ্টা পরে শে💃ষ হল ঘূর্ণিঝড় ‘দানা’-র ল্যান্ডফল প্রক্রিয়া। ভার🍸তীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ল্যান্ডফল প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আরও শক্তি খুইয়ে ফেলবে। আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ছয় ঘণ্টায় শক্তি খুইয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
Cyclone Dana Landfall LIVE: সামান্য কমল ঝড়ের দাপট
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কিছুটা দুর্বল হয়েছে প্রবল ঘূর্ণিঝড় 'দানা'। ৭ টা ৩০ মিনিটের তথ্যের নিরিখে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা๊ হাওয়া𓆉র বেগ কখনও কখনও ১১০ কিলোমিটারে পৌঁছে যাচ্ছে।
Cyclone Dana Landfall LIVE: ৮ ঘণ্টা হচ্ছে, এখনও ল্যান্ডফল চলছে ঘূর্ণিঝড়ের, ভারী বৃষ্টি বাংলায়
ভারতীয় মৌসম ভবনের সকাল ৮ টা ৩০ মিনিটের বুলেটিনে জানানো হল, এখনও (সকাল ৭ টা ৩০ মিনিটের হিসাব অনুযায়ী) ল্যান্ডফল প্রক্রিয়া চলছে ঘূর্ণিঝড় 'দানা'-র। এখনও ঘণ্টাদুয়েক চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। রাত ১২ টার কিছুটা পর থেকে ল্যান্ডফল প্꧟রক্রিয়া শুরু হয়েছে। তার🔯ইমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি চলছে।
Cyclone Dana Landfall LIVE: ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে কী বলছে মৌসম ভবন?
সকাল ৭ টা ১৫ মিনিটে ভারতীয় মৌসম ভবনের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যে আর এক ঘণ্টা চℱলবে ল্যান্ডফল 💫প্রক্রিয়া। আর বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে সকাল ৬ টা ৩০ মিনিট পর্যন্ত হলদিয়ায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ডায়মন্ড হারবারে ৬৭ মিমি বৃষ্টি হয়েছে। দিঘায় বৃষ্টিপাতের পরিমাণ ৩৭ মিলিমিটার।
Cyclone Dana Landfall LIVE: আজ হাওড়া এবং শিয়ালদায় বাতিল অসংখ্য ট্রেন
ঘূর্ণিঝড় ‘দানা’-র আজ সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাওড়া শাখায় ভোর ৪ টে থেকে সকাল ১০ টা থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল আছে। কোন কোন ট্রেন বাতিল আছে? দেখে নিন সেই তালিকা
Cyclone Dana Landfall LIVE: ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায়
যেমনটা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তেমনই হচ্ছে। যত আলো ফুটছে, তত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়ছে। উপকূলবর্তী দুই জেলা পূ☂র্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগের আশঙ্কা সবথেকে বেশি। কলকাতায় যে র্যাডার আছে, সেই র্যাডার চিত্র অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি কলকাতাতেও।
Cyclone Dana Landfall LIVE: ধামরায় তাণ্ডব ঘূর্ণিঝড়ের
বিপর্যয়ের রাতের পরে সকাল এল। ওড়িশার ধামরায় রীতিমতো তাণ্ডব চালিয়🧸েছে ঘূর্ণিঝড় 'দানা'। প্রবল বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়🉐া। উপড়ে গিয়েছে গাছ। এমনকী পেট্রোল পাম্পের যে মেশিন থাকে, সেটাও উপড়ে পড়ে গিয়েছে।
Cyclone Dana Landfall LIVE: ভারী বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া- সাইক্লোনের সঙ্গে লড়ছে ওড়িশা
ও🐠ড়িশার ভদ্রকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। প্রবল বৃষ্টি হচ্ছে ধামরায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। অন্ধকারের মধ্যেই ঝোড়ো হাওয়ার শব্দ শোনা যাচ্ছে। ভদ্রকেও ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। বিভিন্ন জায়গায় রাস্তায় উপড়ে পড়েছে গাছ।
Cyclone Dana Landfall LIVE: নবান্নে রাতভর মমতা!
ঘূর্ণিঝড় 'দানা'-র ল্যান্ডফল কখন? পশ্চিমবঙ্গে কখন দুর্যোগ শুরু? কখন ঝড়-বৃষ্টি হবে? কোনও এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেইসব খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতভর নবান্নে থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ল্যান্ডফল শুরু হওয়ার পরে একাধিকবার চোখ রেখেছেন কন্ট্রোল রুমে। (আরও পড়ুন এখানে)
Cyclone Dana Landfall LIVE: পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি চলবে। চারটি জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। শুধু তাই নয়, সকালের ঝোড়ো হাওয়ার বেগ বেশি থাকবে। আবহাওয়া আপডেট পড়ে নিন এখানে। জেনে নিন য💛ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের🐽 কোন জেলায় কতটা বৃষ্টি হবে।
Cyclone Dana Landfall LIVE: ৫ ঘণ্টা পরেও চলছে ঘূর্ণিঝড় 'দানা'-র ল্যান্ডফল, লাগবে আরও কিছুক্ষণ
ভোর ৫ টে ৩০ মিনিট নাগাদ ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হল যে আর এক থেকে দু'ঘণ্টা চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড় 'দানা'-র পিছনের দিকে অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। সেই রাত ১২ ♏টা ১০ মিনিট থেকে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও চলছে।
Cyclone Dana Landfall LIVE: স্থলভাগে ঢুকল ঘূর্ণিঝড় 'দানা'-র লেজ, ল্যান্ডফল চলবে আরও কয়েক ঘণ্টা
কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, রাত ৩ টে ৩০ মিনিটের নিরিখে💦 ঘূর্ণিঝড় 'দানা'-র ল্যান্ডফল প্রক্রিয়া চলছে। পিছনের দিকে অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। ল্যান্ডফল প্রক্রিয়া আরও দুই থেকে তিন ঘণ্টা চলবে।
Cyclone Dana Landfall LIVE: ৩ ঘণ্টা পার, ল্যান্ডফল চলছে ঘূর্ণিঝড়ের! তারপর দ্রুত হারাবে শক্তি
তিন ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও ল্যান্ডফল প্রক্রিয়া চলছে ঘূর্ণিঝড় ‘দানা’-র। আর তারপর দ্রুত শক্তি হারাবে। ল্যান্ডফলের পরে উত্তর ওড়িশা বরাবর পশ্চিম ও🌳 উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আর শুক্রবার দুপুরের মধ্যে ধীরে-ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে।
Cyclone Dana Landfall LIVE: ঘূর্ণিঝড় 'দানা'-র ল্যান্ডফল শুরু, প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলায়
আপাতত ঘূর্ণিঝড়ের বিশাল মেঘপুঞ্জ আছে। সেটা ওড়িশা পেরিয়ে যত পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, তত এই রাজ্যে দুর্যোগ শুরু হবে। যত সময় যাবে, তত সেটা বাড়বে। বৃষ্টি চলব🅠ে।
Cyclone Dana Landfall LIVE: ল্যান্ডফল চলছে
ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় ‘দানা’-র, ‘চোখ’ না থাকায় বেশি ভয়ংকর? বাংলার বিপদ বাড়ল? – বিস্তারিত পড়ুন এখানে
Cyclone Dana Landfall LIVE: ঘূর্ণিঝড় 'দানা'-র ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হল, চলতে পারে ৫ ঘণ্টা
প্রবল ঘূর্ণিঝড় 'দানা'-র ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হল। মধ্যরাতে ল🐷্যান্ডফল শুরু হল। আবহবিদদের ধারণা, ঘণ্টাপাঁচেকের মতো সময় লাগবে ল্যান্ডফল সম্পূর্ণ হতে।
Cyclone Dana Landfall LIVE: আর ৫০ কিমি দূরেই ঘূর্ণিঝড় ‘দানা’, একটু পরেই শুরু হবে ল্যান্ডফল
ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আপাতত (রাত ১০ টা ৩০ মিনিট) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। এরপর উত্তর ও 🍷উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে। সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব হল ১৭০ কিলোমিটার। আর ওড়িশার ধামরা থেকে ৬০ কিলোমিটার দূরে আছে। অর্থাৎ একটু পর থেকেই ল্যান্ডফল শুরু হয়ে যাবে। পারাদ্বীপ থেকে দূরত্ব হল ৫০ কিমি।
Cyclone Dana Landfall LIVE: বাংলায় ঝড়ের বেগ কত থাকবে?
সন্ধ্যা 𝓡থেকে শুক্রবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১২০ কিমিতে। সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাগরদ্বীপ, সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা), ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ১০০ কিমি। দক্ষিণ ২৪ পরগনার অন্যান্য জায়গায় ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং বাঁকুড়ায় আবার ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ ৯০ কিমি ছুঁয়ে ফেলার সতর্কতা জারি করা হয়েছে।
Cyclone Dana Landfall LIVE: নবান্নে রাতভর থাকবেন মমতা
আজ নবান্নেই থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গেও ভালোমতো প্রভাব পড়বে। সেই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে রাজি নন মুখ্যমন্ত্রী। নিজেই নবান্নে থাকছেন। আর পু𝐆রো পরিস্থি💝তির উপরে নজর রাখছেন।
Cyclone Dana Landfall LIVE: আর ৬০ কিমি দূরেই ঘূর্ণিঝড় ‘দানা’, সাগরের সঙ্গে দূরত্ব কত?
রাত ১০ টা ১৫ মিনিটে ভারতীয় মৌসম ভবনের তরফে যে বুলেটিন জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যে আপাতত (রাত♌ ৯ টা ৩০ মিনিট) পারাদ্বীপ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দূ🍃রে অবস্থান করছে। ধামরা থেকে ৮০ কিলোমিটার দূরে আছে প্রবল ঘূর্ণিঝড় 'দানা'।
Cyclone Dana Landfall LIVE: ৩.৬ লাখ মানুষকে সরিয়েছে ওড়িশা
ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ৩.৬ লাখ মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। তাঁদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫,৫০০টি অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। উদ্ধারকাজে সহায়তা এবং অন্যান্য কাজের জন্য জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৯টি𝐆 দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫১টি দল এবং দমকলের ২২০টি টিম পাঠানো হয়েছে।
Cyclone Dana Landfall LIVE: ঘূর্ণিঝড় সামলাতে কতটা তৈরি ওড়িশা? ২ বার ফোন মোদীর
প্রবল ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে কতটা প্রস্তুত আছে রাজ্য? সে বিষয়ে জানতে ওড়িশার মুখ্য𒁃মন্ত্রী মোহন মাঝিকে দু'বার ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েনের মতো বিষয়গুলি মোদীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য যে প্রস্তুত𝓰ি নিয়েছে, তাতে সন্তোষপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
Cyclone Dana Landfall LIVE: ১২৫ কিমিতে হচ্ছে ঝড়, ল্যান্ডফলের সময় কমবে
ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত প্রবল ঘূর্ণিঝড় 'দানা' যেখানে আছে, সেখানে ঘণ্টায় ১০৫-১১৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ব🔥ইছে। যা যা কখনও কখনও ১২৫ কিমিতে ঠেকছে। তবে যখন উপকূল পার করবে, তখন ঝোড়ো হাওয়ার বেগ সামান্য কমবে। ঘণ্টায় ১০০-১১৫ কিলোমিটার বেগে ঝড় হবে। কখনও কখনও হাওয়ার বেগ ১২৫ কিমিতে পৌঁছে যাবে।
Cyclone Dana Landfall LIVE: কিছুটা গতি বাড়িয়েছে ঘূর্ণিঝড়
ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, শেষ ছয় ঘণ্টায় আরও 🐼কিছুটা গতি বাড়িয়েছে প্রবল ঘূর্ণিঝড় 'দানা'। ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে। আপাতত (রাত ৮ টা ৩০ মিনিট) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। এরপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে।
Cyclone Dana Landfall LIVE: ৭০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘দানা’, ল্যান্ডফলের জন্য বুক বাঁধছে ওড়িশা
রাত ৮ টা ৩০ মিনিটের তথ্য অনুযায়ী, 🌜ওড়িশার পারাদ্বীপের থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় 'দানা'। ভারতীয় মৌসম ভবনের তরফে দানানো হয়েছে, সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব হল ১৯০ কিলোমিটার। আর ওড়িশার ধামরা থেকে ৯০ কিলোমিটার দূরে আছে। অর্থাৎ একটু পর থেকেই ল্যান্ডফল শুরু হয়ে যাবে।
উপকূলের কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'
Cyclone Dana Landfall Process Live Updates: যত সময় যাচ্ছে, তত উপকূলের কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। আর উপকূলের সঙ্গে যত দূরত্ব কমছে, তত ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে। বিভিন্ন😼 প্রান্তে ভারী বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। আপাতত যা পূর্বাভাস, তাতে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আজ মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে উপকূল পার করবে ‘দানা🎀’। একটু পর থেকেই ওড়িশায় ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে।