অবশেষে পদত্য়াগপত্র প্রত্যাহার করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সংবাদমাধ্যমের সামনে প্রেস কনফারেন্স করে একথা জানিয়েছেন তিনি। মুম্বইয়ের ওয়াই বি সেন্টারে সাংবা༒দিক বৈꩲঠকে তিনি একথা জানিয়েছেন।
কদিন আগেই এনসিপি চিফ শরদ পাওয়ার পদত্য়াগপত্র পেশ করেছিলেন। তিনি🐷 দলের শীর্ষপদ থেকে পদত্যাগ করেছিলেন। বর্ষীয়ান এই এনসিপি নেতার পদত্য়াগকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন বলেও রটে যায়।
এদিকে সূত্রের খবর ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য ১৮ সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল। কিন্তু তারা সকলেই এনসিপির প্রধানের এই পদত্যাগপত্রকে গ্রহণ করতে চাননি। তার ঘণ্টা খানেকের মধ্য়েই এনসিপি প্রধান শরদ পাওয়ার তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন। সেই সঙ্গেই আবেগেꦺ ভাসলেন বর্ষীয়ান নেতা।
সাংবাদিক বৈঠকে এনসিপি নেতা শরদ পাওয়ার জানিয়েছেন, আমি আপনাদের ভাবাবেগকে অশ্রদ্ধা করছি না। আপনারা পদত্য়াগপত্র প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছিলেন। আপনার ভ♓ালোবাসায় আমি আমি পদত্যাগপত্র প্রত্যাহার করছি।
গত মঙ্গলবার পদত্যাগ করেছিলেন শরদ পাওয়ার। দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তিনি এনসিপির মেরুদণ্ড। সেই শরদ পাওয়ার পদত্যাগ কর♚ায় দলের অন্দরে একেবারে শোকের ছায়া নেমে এসেছিল। এরপরই সেই পদত্যাগপত্র প্রত্য়াহার করার জন্য দলের অন্দর থেকেই প্রবল চাপ আসতে শুরু করে। এনসিপি থাকবে অথচ সেই দলকে নেতৃত্ব দেবেন না শরদ পাওয়ার এটা মানতে পারছি🙈লেন না অনেকেই। সেই সময় পাওয়ার জানিয়েছিলেন তিনি চিন্তাভাবনা করার জন্য দু তিনদিন সময় চাইছেন। এরপরই তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করলেন এদিন।
শরদ পাওয়ার জানিয়েছেন, গত ২রা মে আমি জানিয়েছিলাম আমি পদত্যাগ করছি। ৬৩ বছরের রাজনৈতিক জীবন থেকে পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু এই সিদ্ধান্তের জেরে আবেগ তৈর⛦ি হচ্ছিল, অনেকেরই মন ভেঙে গিয়েছিল। আমার শুভানুধ্যায়ীরা সিদ্ধান্ত ফের বিবেচনার জন্য বলেছিলেন। গো🌜টা দেশ বিশেষত মহারাষ্ট্র থেকে অনেকেই এই পদত্যাগপত্র বিবেচনা করতে বলছিলেন। লোক মজে সংগতি নামে আত্মজীবনী প্রকাশের দিনই তিনি পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন।
আমি কারোর আবেগকে অশ্রদ্ধা করছি না। আমি আপনাদের ভালোবাসায়, বিশ্বাসে আপ্লুত। পার্টির কমিটিকে সম্মান জানিয়ে আমি আমার পদত্যাগপত্র প্রত্যাহার করলাম। জানিয়েছেন শরদ পা👍ওয়ার। তবে আগামী দিনে নতুন নেতা তৈরি করা, দলের দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছেন ত෴িনি।