কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন ঘিরে কার্যত দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই মনোনয়নের ফর্ম সংগ্রহ করে𒆙 ফেলেছেন প্রার্থী শশী থরুর। ২২ বছর পর কংগ্রেসের ভিতর এই সভাপতি পদের লড়াইতে তিনি মুখোমুখি হচ্ছেন রাজস্থানের কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের। আর এই নির্বাচন ঘিরে কার্যত রাজস্থানের কংগ্রেসের অন্দরেও অন্য সমীকরণ চলছে।
ইতিমধ্যেই অশোক গেহলোট রাজস্থানে তাঁর বিধায়কদের সঙ্গে বৈঠক ডেকেছেন রবিবার। সেখানেই কার্যত স্থির হয়ে যাবে যে রাজস্থানের আগামী দিনের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। উল্লেখ্য, রাজস্থানের রাজনীতিতে উপমুখ্যমন্ত্রী পদে থাকাকালীন একটা সময় কার্যত অশোক গেহলোটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বেসুরো হয়েছিলেন সচিন পাইলট। সেই সচিনকেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর মসনদে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। ফলে নিজে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে অশোক গেহলোট ফের সচিনকে সেই পদে আসীন করতে চলেছেন কি না, সেই রাজনৈতিক অঙ্কও কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে নির্ভর করে রয়েছে। সব মিলিয়ে কংগ্রেসের অন্দরে এই নির্বাচন ঘিরে সাজো সাজো রব। পড়ুন অন্যরকমের খবর- রোজগার বাড়বে,🐼 সাফল্য প্রাপ্য! দুর্গাপুজোর আগে বিশেষ রাজ যোগে সৌভাগ্যবান কারা?
সেপ্টেম্বরের ২৪ থেকে ৩০ এর মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময়। এরমধ্যে প্রথম তিনদিবন পিতৃপক্ষ ঘিরে কিছু তারিখ রয়েছে। ফলে সেই দিনগুলিতে কোনও কাজ হবে না বলে জানা গিয়েছে। ভোট হওয়ার কথা ১৭ অক্টোবর। তবে এ♍ই লড়াইতে শশী বনাম অশোক টক্কর দেখার আগে রাজস্থানের রাজনীতিতে কোন তোলপাড় আসে কি না তাও দেখার। অশোক গেহলোটের সামনে তাঁর যুবশক্তিকে সমর্থনকারী ভাবমূর্তি তুলে ধরার একটি সুযোগ রয়েছে এই মুখ্যমন্ত্রী পদের পরবর্তী দাবিদারের নাম স্থির করার মধ্যে। সেই জায়গা থেকে তাঁর স্টান্সের দিকেও তাকিয়ে কংগ্রেস। অন্যদিক, শশী থারুরের মতো হাইভোল্টেজ সাংসদকে সামনে রেখে ২০২৪ ভোটে কংগ্রেস কতটা ‘ফ্রেশ অক্সিজেন’ পেতে পারে তার খতিয়ান তুলে ধরে প্রচারেও নামতে হবে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকেরলের সাংসদকে। সব মিলিয়ে আপাতত কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে কাউন্টডাউন শুরু।