'আমরা কুকুরদের সত্যিই ডিজার্ভ করি না,' একজন টুইটার ব্যবহারকারী তাঁর পোস্টের ক্যাপশনে এমনটা লিখেছেন। কেন? তার জন্য জানতে হবে এক ভাইরাল ঘটনার কথা। একটি পোষ𝐆া কুকুর কীভাবে তাঁর সন্তানের জীবন বাঁচিয়েছে, তাই তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। কুকুর পছন্দ করুন বা নাই করুন, এই বাস্তব ঘটনা আপনাকে আবেগপ্রবণ করে তুলতে বাধ্য।
টুইটার ব্যবহারকারী কেলি অ্♕যান্ড্রু কয়েকটি ছবি-সহ পোস্টটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি বর্ণনা করেছেন কীভাবে তিনি ভেবেছিলেন যে কুকুরটি তাঁর শিশুকে বিরক্ত করছে। 🐓কিন্তু আসলে সেই পোষ্যই বাচ্চাটির জীবন বাঁচিয়েছে।
'গত রাতে কুকুরটি বার🌄বার ঘরে ঢুকে পড়ছিল। চেঁচামেচি করে আমার মেয়েকে জাগিয়ে দিচ্ছিল। আমার মেয়ে এমনিতেই কদিন ধরে একটু অসুস্থ ছিল। গতকাল হঠাত্ কুকুরটি ঘরে ঢুকে চেঁচাতে থাকে। প্রথমে খুব বিরক্ত হয়েছিলাম। কিন্তু ঘরে ঢুকে দেখি মেয়ের শ্বাস আটকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা ওকে হাসপাতালে নিয়ে গেলাম। কুকুরটি যদি কাল ওকে এভাবে জাগিয়ে না দিত ꧑তাহলে কী হত! আমরা কুকুরের ভালবাসার যোগ্য নই,' তিনি টুইট করেছেন।
পোস্টটি দেখুন:
একই টুইটের একটি আপডেটে তিনি আরও যোগ করেছেন, 'শুভ🔯 কামনার জন্য সকলকে ধন্যবাদ। মেয়ে এখন ভাল আছে। আমরা হেনরির(কুকুরটির নাম) সঙ্গে বাড়িতেই আছি। হেনরি অন্ধকারে ভয় পেলেও সারা রাত সাহসের সঙ্গে বাড়ি পাহারা দিয়েছিল,' পোস্টের সঙ্গে তিনি হেনরির একটি ছবিও শেয়ার করেছেন।