নিশ্চিন্তে গন্তব্যের দিকে উড়ে যাচ্ছিলেন ব্যক্তি, আচমকাই এক কাপ গরম চা এসে পড়ল কোলের উপর। চা এতটাই 🌜গরম ছিল যে গুরুতর শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁর যৌনাঙ্গ পুড়ে গিয়েছে ভয়ানকভাবে।
ঠিক কীভাবে এত বড় দুর্ঘটনা করে গেল
ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ার ৫৬ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে। নাম তাঁর শন মিলার। খবর, ২০ সেপ্টেম্বর মার্টল বিচ থেকে বাড়ি ফিরছিলেন, যখন দুর্ঘটনাটি ঘটে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানে ট্যাভেল করছিলেন তিনি। ফ্লাইট থাকাকালী🥀ন তিনি কেবিন সার্ভিসের কাছে গরম চায়ের অনুরোধ করেছিলেন। কিন্তু দুৰ্ভাগ্যবশত অত্যন্ত অবহেলার ভঙ্গিতে, অনিরাপদভাবে, কোনও ঢাকনা ছাড়াই তাঁকে গরম চা সার্ভ করা হয়। এমন সময়,
তাঁর কোলে গরম চা ছিটিয়ে পড়ে। তখন থেকেই গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন মিলার। এরপর বিꩵমানটি ফিলাডেলফিয়ায় অবতরণ করলে, মিলারকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: (Beauty Ti🅺ps: আই ব্রো প্লাগ করলেই ব্রণ হচ্ছে? ঘরে বসেই রেহা𒆙ই পাবেন, রইল ৫ টিপস)
ফেডারেল মামলা অনুযায়ী জানা গিয়েছে, চা এতই গরম ছিল যে তার লিঙ্গ এবং অন্ডকোষ গুরুতরভাবে পুড়ে গিয়েছে, একেবারে থার্ড ডিগ্রি বার্ন যাকে বলে। পোড়ার কারণে তাঁর যৌনাঙ্গে এবং তার চারপাশে স্থায়ী ♍দাগ সৃষ্টি হয়েছে। তখন থেকেই ওই অংশে কিছু অনুভবও করতে পারছেন না। যৌন কর্মহীনতা অর্থাৎ সেক্সুয়াল ডিসফাংশনের সম্মুখীন হচ্ছেন মিলার। পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও ঘিরে ধরেছে তাঁকে।
আরও পড়ুন: (Peepal Leavesꦡ Tea: কাছে ঘেঁষতে দেয় না ৫ রোগকে! অশ্বত্থ পাতার চা 🌱কখন খেলে সবচেয়ে বেশি উপকার)
উল্লেখ্য, নিজের সঙ্গে𒈔 এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে, ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত মিলার। বিমান সংস্থার কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। মিলার তাঁর আঘাতের জন্য ꦓ১৫০,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন। রবিবার পেনসিলভানিয়ায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: (চারপাশে শুধু পরনিন্দা পরচর্চা, অসহ্য লাগে শুনতে শুনতে? মন ভালো রাখতে মেনে চলুন এই নꦬীতি)
এদিকে, মিলারের আইনজীবী, অ্যাডাম এস ব্যারিস্ট, আরও অভিযোগ করেছেন যে বিমানে আঁটসাঁট আসনের কারণে, গরম চা পড়ে যাওয়ার পরেও ঠিকমতো নড়াচড়া করতে পারছিলেন না মিলার। এই সময় মিলারও তাঁর পিঠেও আঘাত পান। বলা বাহুল্য, তাঁর শরীর পুড়ে যাওয়ার সময় প্রচণ্ড ব্যথা🐷ও সহ্য করতে হয়েছিল।