টি২০ বিশ্বকাপে যোগ দিতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পা রেখেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ পন্ত। এদিকে ভারতীয় দলের সদস্যদের অনুশীলন নিয়ে যখন চর্চা চলছে, তখনই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী উর্বশী রাউতেলা জানালেন যে তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেই ℱপোস্টের ক্যাপশনে উর্বশী লেখেন, ‘ভালোবাসার টানে অস্ট্রেলিয়া আসতে হল।’ আরও একটি পোস্টে উর্বশী লেখেন, ‘এখন অস্ট্রেলিয়ায়…. তাই অ্যাডভেঞ্চার শুরু হল।’ আর এসবের মাঝে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিংভি আজ এক টুইট করে লেখেন, ‘ঋষভ পন্তের একজন ভালো অ্যাডভোকেট প্রয়োজন এবং তাঁর একটি রিস্ট্রেনিং অর্ডার পাওয়া উচিত।’
অভিষেক মনু সিংভির এই টুইট ইঙ্গিতবহ হলেও তিনি নির্দিষ্ট ভাবে নিজের টুইটের মর্মার্থ প্রকাশ করেননি। কেন ঋষভের আইনজীবীর প্রয়োজন বা কার বিরুদ্ধে ঋষভের রিস্ট্রেনিং অর্ডার পাওয়া উচিত, সেই সব বিষয়ে কিছুই বলেননি অভিষেক মনু সিংভি। এদিকে এর আগে এশিয়া কাপ চলাকালীন অগস্ট মাসে দুবাই গিয়েছিলেন▨ উর্বশী। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই ঋষভ এবং উর্বশী কখনও সরাসরি বা কখনও ইঙ্গিতে একে অপরকে তোপ দেগেছেন সোশ্যাল মিডিয়ায়। এই গোটা ঝামেলার সূত্রপাত উর্বশীর এক সাক্ষাৎকার ঘিরে। সেই সাক্ষাৎকারে অভিনেত্রไী দাবি করেছিলেন, নয়া দিল্লিতে তাঁর এক ‘চাহনেওয়ালা’ হোটেলের লবিতে෴ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন। অপেক্ষারত ব্যক্তির পুরো নাম প্রকাশ না করলেও তাঁকে 'আরপি' বলে সম্বোধন করেছিলেন নায়িকা। এরপরেই যুদ্ধ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। পরোক্ষ ইঙ্গিতে দুই তারকা স্টোরিতে একে অপরকে তোপ দাগতে থাকেন। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সাল নাগাদ কানাঘুষো শোনা গিয়েছিল ক্রিকেটাক ঋষভ পন্তের সঙ্গে নাকি ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। আর এই আবহে বিশ্বকাপের আগে ঋষভের পিছু ছাড়ছে না বিতর্ক।