দক্ষিণ আফ্রিকার এক পানশালায় এলোপাথারি গুলি চলল। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর ভাবে জখম হয়েছেন এই ঘটনায়। জানা গিয়েছে,♊ জোহানেসবার্গের সোয়েটো শহরে এই ঘটনাটি ঘটে। পুলিশ বলছে যে তাঁরা ঘটনার তদন্ত করছেন। জানা গিয়েছে, একদল লোক একটি মিনিবাস ট্যাক্সিতে এসে শনিবার গভীর রাতে বারে কিছু মানুষের উপর গুলি চালায়।
রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতদের মৃতদেহ সরায়। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুতর জখম তিনজনকে ক্রিস হান🐈ি বড়গওয়ানাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গৌতেং প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা জানান, ঘটনাস্থল থেকে যে কার্তুজ উদ্ধার হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে যে অনেকজন এসে এই ঘটনা ঘটিয়েছে।
সংবাদ সংস্থাকে পুলিশ আধিকারিক বলেন, ‘হঠাৎ কিছুজন ঢুকে এখানে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনতে পেয়ে তখনই লোকেরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। উদ্দেশ্য কী এবং কেন তারা এই𝓰 লোকদের টার্গেট করেছিল সে সম্পর্কে এই মুহূর্তে আমাদের কাছে সম্পূর্ণ বিবরণ নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উচ্চ ক্যালিবার আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং এলোপাথারি ভাবে শুটিং চলেছিল।’