রবিবার দুপুরে জোর বাঁচান বাঁচল স্পাইসজেটের পটনা-দিল্লি উড়ান। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় বোয়িং ৭৩৭ বিমানটি ১৮৫ যাত্রী নিয়ে আপতকালীন অবতরণ করে জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, বিমানের সব যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন এবং কেউ কোনও আঘাত পাননি। এদিকে আগু🀅নের কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে এটি পাখির আঘাত বা প্রযুক্তিগত ত্রুট💃ির কারণে এই বিপত্তি ঘটে বলে মনে করা হচ্ছে।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে স্পাইসজেট কর্তৃপক্ষের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, 'টেকঅফের সময় ককপিট ক্রু-এর সন্দেহ হয় যে একটি ইঞ্জিনে পাখি আঘাত করেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবং এসওপি অনুসারে, ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ইঞ্জিন শাটডাউন করেন এবং পটনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।' আরও জানানো হয়, বিমানট𓃲ি অবতরণের পর ইঞ্জিনিয়াররা ইঞ্জিন খতিয়ে দেখার সময় লক্ষ্য করেন, ইঞ্জিন ফ্যানের তিনটি ব্লেড অবশ্য স্পাইসজেটের বিবৃতির পরও এই নিয়ে ডিজিসিএ-র তরফে এখনও কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। ঘটনাটি খতিয়ে দেখবেন ইঞ্জিনিয়াররা।
উল্লেখ্য, এদিন ১২টা নাগাদ ওড়ার পরেই আগুন লেগে গেল পাটনা-দিল্লির স্পাইসজেটের বিমানে। যে বিমানে ১৮৫ জন যাত্রী সহ ১৯০ জন ছিলেন। সুরক্ষিতভাবে বিমানটি পাটনা বিমানবন্দরে অবতরণ করে। বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পটনার জেলাশাꦉসক চন্দ্রশেখর সিং বলেছেন, 'বিমানের বাঁ-দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যাওয়ার পর তা বিমানবন্দরে ফিরে আসে। সুরক্ষিতভাবে অবতরণ করেছে বিমানটি। সম্ভবত পাখির ধাক্কা লাগায় বা যান্ত্রিক ত্রুটির জন্য আগুন ধরে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ১৮৫ জন যাত্রীই সুরক্ষিত আছেন।'