টুইটার অধিগ্রহণ সম্পন্ন হতেই পরাগ আগরওয়ালকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন মাস্ক। শুধু সিইꦗও পরাগকেই নয়, টুইটারের চিফ ফাইন্যানশিয়াল অফিসার নেড সেয়গাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডেকেও চ🌼াকরি থেকে বের করে দেন মাস্ক। পুরো সংস্থাকে ঢেলে সাজাতে চাইছেন ইলন মাস্ক। এই আবহে এবার এক ভারতীয়কেই নিজের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন মাস্ক। জানা গিয়েছে, টুইটারকে নতুন করে সাজাতে এবার মাস্ককে পরামর্শ দেবেন শ্রীরাম কৃষ্ণাণ। শ্রীরামের সংস্থা ‘a16z’-কে এই কাজের জন্য নিয়োগ করেছেন মাস্ক।
টুইটারে ইতিমধ্যেই একাধিক বদ𒀰ল আনার পরিকল্পনা করেছেন মাস্ক। ২৮০ অক্ষরের সীমা বৃদ্ধি, দীর্ঘ মেয়াদের ভিডিয়ো, ব্লু টিকের জন্য ‘ভাড়া’ দেওয়ার মতো নীতি প্রণয়ন করা হতে পারে টুইটারে। এই আবহে শ্রীরাম উপদেষ্টা হিসেবে কাজ করবেন মাস্কের। উল্লেখ্য, এর আগেও টুইটারের সঙ্গে কাজ করেছিলেন শ্রীরাম। তাছাড়া নোশন, ক্যামিয়ো, কোডা, স্কেল.এআই, স্পেসএক্স, ক্রেড-এর মতো সংস্থার সঙ্গে কাজ করার অভইজ্ঞতা রয়েছে শ্রীরামের। তাছাড়া, স্ন্যাপচ্যাট এবং ফেবসুকের বিভিন্ন প্রোজেক্টেও কাজ করেছেন তিনি।
এদিকে রিপোর্ট অনুযায়ী, ‘চিফ টুইট’ ইলন মাস্ক ইতিমধ্যেই টুইটারের বোর্ড অফ ডিরেক্টরের সকল সদস্যকে ছাঁটাই করেছেন। এখন তিনি একাই সংস্থার ডিরেক্টর। উল্লেখ্য, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারকে কিনেছেন ইলন মাস্ক। এর আগে চলতি বছরে💟র শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন ইলন। টুইটারের বোর্ডেও ইলন যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দিনকয়েক পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন ইলন। তারপর শেয়ারপিছু ৫৪.২ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন টেসলার কর্ণধার। সেই দরেই টুইটার কেনা নিয়ে চুক্ꦅতি হলেও পরে পিছ পা হন মাস্ক। এই নিয়ে মাস্কের বিরুদ্ধে আদালতে যায় টুইটার। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের মাঝে টুইটার কিনে নেন ইলন মাস্ক।