ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হেরে গিয়েছেন মার্কিন নির্বাচনে। ১৩২ বছর পুরনো ইতিহাস ছুঁয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই ভোটের ফল নিয়ে একের পর এক ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট মার্কিন নাগরিকরা প্রতিক্রিয়া দিয়েছেন। তার মধ্যে আছে গুগল প্রধান সুন্দর পিচাই, রিপাবলিকান রাজনীতিবিদ নিকি হ্যালিরা। এক সোশ্যাল মিডিয়া বার্তায় ট্রাম্পকে শুভেচ্ছা জানান সুন্দর পিচাই। তিনি লেখেন, 'এত বিশাল জয়ের জন্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আমরা এখন মার্কিন উদ্ভাবনের সোনালি যুগে আছি। আমরা তাই এই প্রশাসনের সঙ্গে মিলে কাজ করতে চাই এবং মানুষের মঙ্গল করতে চাই।' (আরও পড়ুন: ডিএ বৃদ্ধি রাজ্যের IAS-IPSদের, ষষ্ঠ বেতন কমিশনের কর্মীরা পাবেন বকেয়া মহা😼র্ঘ ভাতা)
আরও পড়ুন: প্রথমদিনে মাত্র ১২% সাবস্ক্রিপশন, 'গ্রে মার্কেটে' সুইগꦅির শেয়ারের দাম এখন কত?
আরও পড়ুন: 'প্রতি মাসে ৯-১০ কোটি...', অবশে✅ষে কালীপুজোর পর ডিএ বাড়ল রাজ্য সরকা❀রি কর্মীদের
উল্লেখ্য, এর আগে মার্কিন নির্বাচনের দিনে গুগলের বিরুদ্ধে বড় অভিযোগ ওঠে। দাবি করা হয়, সার্চ ইঞ্জিন কমলা হ্যারিসের প্রতি 'পক্ষপাতদুষ্ট'। বহু গুগল ব্যবহারকারী দাবি করেন, কেউ যখন এটা বলে সার্চ করছেন - 'ট্রাম্পের জন্যে কোথায় ভোট দিতে পারি?'; তখন যে সার্চ রেজাল্ট আসছে, তা সাহায্য করছে না। তবে যদি গুগলকে প্রশ্ন করা হয় - 'কমলা হ্যারিসের জন্যে কোথায় ভোট দিতে পারি?' তখন নাকি ফলাফল আসছে, তা অনেক বেশি সাহায্য করছে ব্যবহারকারী। এই নিয়ে বিতর্ক শুরু হতে অবশ্য গুগল নিজেদের 'ভুল' স্বীকার করে নেয়। তারা দাবি করে, একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এর আগেও ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সমর্থকরা দাবি করেছিল যে গুগল ডেমোক্র্যাটের সাহায্য করছে। অভিযোগ উঠেছিল, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টা নিয়ে অনুসন্ধান করলে তা ঠিক ভাবে দেখাচ্ছে না গুগল। (আরও পড়ুন: 'হার মানছি, তবে...', অবশেষে জনসমক্ষে🧸 কমলা, দিলেন♏ কীসের আভাস?)
আরও পড়ুন: 'তেলুগু' ঊষা পা রাখবেন কমলার ঠিকানায়, আনন্দে গদগদ অন্ধ্র🎶ের CM চন্দ্রবাবু, বললেন…
এদিকে ট্রাম্প বিরোধী হিসেবে পরিচিত ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান রাজনীতিবিদ নিকি হ্যালি এই ফলাফল নিয়ে বলেছেন, 'আমেরিকার মানুষরা নিজেদের মতামত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এত বিপুল জয়ের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা। এখন সময়, সব আমেরিকানদের একসঙ্গে এসে দেশের জ⛄ন্যে প্রার্থনা করা। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা উচিত।' এদিকে লুসিয়ানার গভর্নর ববি জিন্দাল এই নিয়ে সোশ্যাল ম🅘িডিয়ায় লেখেন, 'আমেরিকার জন্যে কী মহান এক দিন আজ।'
অপরদিকে মাইক্রোসফট প্রধান সত্য নাডেলাও এই নিয়ে সোশ্𒁏যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ট্রাম্পকে শুভেচ্ছা জানান। তিনি এই নিয়ে লেখেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। আমরা উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার এবং আপনার প্রশাসনের সাথে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য নতুন বৃদ্ধি এবং সুযোগ তৈরি করবে এই সময়।' কট্টর ট্রাম্প সমর🐈্থক হিসেবে পরিচিত বিবেক রামাস্বামী আবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমেরিকায় প্রায় সকাল হয়ে গিয়েছে। এখন চলুন আমরা দেশ বাঁচাই।'
এদিকে কমলা হ্যওারিসের হয়ে অর্থ সংগ্রহকারী অজয় জৈন ভতুরিয়া সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্পকে অভিনন্দ জানান এবং কমলার হারে হতাশা ব্যক্ত করেন। তিনি লেখেন, 'প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পকে শুভেচ্ছা। আমেরিকা তাঁদের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ হল আবারও। বর্ডার, অর্থনীতি, অভিভাবসন, অপাধ, যুদ্ধের মতো ইস্যুতে নীতি বদলের পক্ষে ভোট দিয়েছে মানুষ। আমি তাদের মতামতকে সম্মান জানাই। আমরা যা করতে পারতাম, তা করেছি।' এদিকে ইন্ডিয়ান আমেরিকান ফ্রেন্ডশিপ কাউন্সিলের চেয়ারম্যান্ড ডঃ কষ্ণা রেড্ডি নির্বাচন নিয়ে লেখেন, 'ভারত-আমেরিকা সম্পর্কে এটা নতুন সূচনা হবে। একসঙ্গে আমরা ব🃏িশ্বকে নিরাপদে রাখব। আমরা ভারতীয় আমেরিকানরা ফের একটি শক্ত অর্থনীতি গড়ার ক্ষেত্রে অবদান রাখব।'