জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দ্রুত মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তাঁর বোন সারা আবদুল্লা পাইলট। সেই মামলায় জম্মু-কাশ্মীর প্রশাসনকে নোটিশ দিল সুপ্রিম কোরജ্ট।
আগামী ২ মার্চের মধ্যে প্রশাসনকে নোটিশের জবাব দিতে হবে। সেদিনই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। শুনানির দিন এগিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানান সারার আইনজীবী কপিল সিব্বল। সিব্বল বলেন, 'মহামান্য বিচারপতি, এটা হাবাস ক𒆙র্পাস আর্জি। দয়া করে পরের সপ্তাহে করুন।'
আরও পড়ুন : ওমর ও মেহবুবার বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা, বাড়ল বন্♋দিত্বের মেয়াদ
তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি 🉐ইন্দিরা ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। বিচারপতি মিশ্র বলেন, 'না, না। পরের সপ্তাহে আমরা করতে পারব না। কে꧅ন আপনারা এক বছর অপেক্ষা করলেন (আদালতে আবেদন করার জন্য)?'
এদিনের শুনানির পর সারা বলেন, 'যেহেতু এটা হাবাস কর্পাস মামলা, তাই দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা করেছিলাম আমরা। তবে বিচারব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা হয়েছে। ভারতের নাগরিকের মতো প্রত্যেক কাশ্মীরির সমানাধিকার চ♊াই আমরা। আমরা সেই দিন♔টার জন্য অপেক্ষা করছি।'