ভারতীয় দূতাবা🍌সে তল্লাশি চালাতে হানা দিল তালিবান। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে হেরাত এবং কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাসে এই তল্লাশি অভিযান চালানো হয়। জানা গিয়েছে দূতাবাসে থাকা গাড়ি নিয়ে গিয়েছে তালিবান জঙ্গিরা। পাশাপাশি বিভিন্ন নথির খোঁজও করে তালিবানি জঙ্গিরা। এদিকে কাবুল এবং জালালাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের প𒁃রিস্থিতির বিষয়ে এখনও জানা যায়নি।
উল্লেখ্য, এর আগেই হেরাত এবং কান্দাহারে ভারতীয় দূতাবাসে তালা ঝুলিয়েছিল তালিবান। সেই সময় বলা হয়েছিল যে নিরাপত্তার স্বার্থে এই তালা লাগানো হচ্ছে। পরে নাকি ভারতীয় কূটনীতিকরা এলে তাঁদের কাছে চাবি হস্তান্তর করা হবে। এদিকে তালিবান নেতা শের মহম্মদ আব্বা꧙স স্ট্যানিকজাই গতকালই বেসরকারি ভাবে ভারতের কাছে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছিলেন। তবে এরই মাঝে তালিবানের এহেন আচরণের উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি।
গোয়েন্দা সূত্রে জানা গিয়ে কাবুলে বর্তমানে হক্কানি গোষ্ঠীর ৬০০০ জঙ্গি উপস্থিত রয়েছে। হক্কানি নেতা আনাস হক্কানিও এখন কাবুলে। এদিকে আবদুল্লাহ আবদুল্লাহ এবং হামিদ কারজাইয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসে হক্কানি নেতা। এই পুরো পর𒊎িস্থিতির উপর𒊎 নজর রেখেছে ভারত।
এদিকে তালিবান মুখে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছে। এদিকে হক্কানি-তালিবান ঘনিষ্ঠতাও নয়াদিল্লির চিন্তার কারণ। ভারতে বিগত কয়েক বছরে যত বড় সন্ত্রাসবাদ♉ হামলা হয়েছে, তার অধিকাংশের🧸 নেপথ্যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে এই হক্কানি গোষ্ঠী। এই আবহে ভারতের দূতাবাসে তালিবানি হানা প্রসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।