এবার তামিলনাড়ুতেও রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল শাসক ডিএমকে। তামিলনাড়ু🥀র সেকুলার প্রোগ্রেসিভ জোটের এমপিরা বুধবার ভারতের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁদের দাবি রাজ্যপাল আরএন রবিকে পদ থেকে সরাতে হবে। কারণ তিনি সাম্প্রদায়িক মতামত দিচ্ছেন। তিনি তাঁর কর্তব্য পালন করছেন না। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তিনি পদে বসেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত অন্তত ২০টি বিল তিনি পাস করার ক্ষেত্রে সহযোগিতা করেননি।
পাঁচ পাতার ওই স্মারকলিপিতে লেখা হয়েছে, রাজ্যপাল তাঁর পদের অমর্যাদা করছেন। তিনি ভয়ানক উসকানিমূলক মন্তব্য করছেন। সাধারণ মানুষের মধ্যে🍒 ঘৃণা ছড়ানোর জন্য় তিনি🐎 এসব করছেন।
ওই স্মারকলিপিতে লেখা হয়েছে, রাজ্যপাল সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছেন রাজ্যে। এতে রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে। তিনি এই পদের পক্ষে অযোগ্য বলেও উল্লেখ করা হয়েছে। তার জের🐓ে রাজ্যপালকে 🔯এই পদ থেকে সরানোর দাবি করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তিনি কার্যত কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করছেন। তিনি গণতন্ত্রকে ধ্বংস করছেন বলে দাবি করা হয়ে💃ছে।
তবে র꧅াজ্য়পালের অফিসের সঙ্গে এনিয়ে যোগাযোগ করেছিল হিন্দুস্তান টাইমস। কিন্তু সেখান থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শুধু ডিꦕএমকে নয়, অন্যান্য শরিকরাও রাজ্যপালের বিরুদ্ধে নানা ইস্যুতে সুর চড়াতে শুরু করেছেন।