১৬জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল আইটি꧑ সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। ৬টি ফার্মকে তাদে൩র তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খবর মানি কন্ট্রোল সূত্রে।
তদন্ত শেষ করার প🍌রে টিসিএসের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকজন কর্মী নিয়োগের নাম করে, কাজ দেওয়ার নাম করে ঘুষ নিয়েছিল বলে অভিযোগ। এরপরই টিসিএস এনিয়ে তদন্তে নামে।
সব মিলিয়ে ১৯জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়🤪। তার মধ্য়ে ১৬༺জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনজনকে দায়িত্ব থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
টিসিএসের তরফে জানানো হয়েছে, আমাদের তদন্তে দেখা গিয়েছে ১৯জন কর্মী এর সঙ্গে জড়িত। কর্তব্য়ে গাফিলতির অভিযোগে তাদের মধ্যে ১৬জন🌠কে বরখাস্ꦗত করা হয়েছে। রিসোর্স ম্যানেজমেন্ট থেকে ৩জন কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে।
সেই সঙ্গেই ৬জন ভেন্ডর, তাদের মালিক ও তাদﷺের সহযোগীদের এই কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সব সম্পর্ক সরিয়ে দেওয়া হয়েছে।
সেই সঙ্গে কোম্পানির তরফে বলা হয়েছে, এবার🎐 রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভেন্ডারদের উপরেও নজর রাখা হবে। চাকরি দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনও অস্বচ্ছতা রয়েছে কি না এটা দেখা দরকার।
তবে কোম্পানি জানিয়েছে, উচ্চ ম্যানেজার পদে কর্মরত কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গিয়েছে। সিইও কে কৃথিভাসন জানিয়েছেন, সংস্থার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তদন্ত শেষ করেছি। যারা কোড অফ কন্ডাক্টকে ভঙ্গ করেছেন বলে আ🥃মাদের মনে হয়েছে তাদের আমরা সরিয়ে🍸 দিয়েছি। যে ধরনের নিয়ম ভঙ্গ করা হয়েছে তার উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া হয়েছে।
কিন্তু আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটা করার জন্য🔯 🍎কী করা হবে?
চিফ হিউম্যান রিসোর্স ♚অফিসার মিলিন্দ লাক্কাদ জানিয়েছেন, কোম্পানি সংস্থাগত, প্রযুক্তিগত সব দিক খতিয়ে দেখছে।