২০২২ সালে ৫ রাজ্যে হাইভোল্টেজ নির্বাচন প্রক্রিয়া সদ্য চলছে। যার ফলাফল জানা যাবে ১০ মার্চ। উত্তরপ্রদেশ সহ গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরাখণ্ড রয়েছে এই ভোটপর্বে। তবে বছর ঘুরলেই রয়েছে আরও এক হাইভোল্টেজ নির্বাচন। ২০২৩ সালে রণ দামামা ব🧸াজিয়ে বিধানসভা ভোটে তপ্ত হতে চলেছে তেলাঙ্গানা। ভারতের জাতীয় রাজনীতির মানচিত্রে আঞ্চলিক রাজনৈতিক শক্তির অন্যতম আঁতুর 🦩ঘর এই তেলাঙ্গানার রাজনীতি। আর এই এলাকার বিধানসভা ভোটের আগে প্রশান্ত কিশোরের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্রসমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR)।
উল্লেখ্য𓄧, ২০২৩ সালে তেলাঙ্গানায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন ঘিরে সমস্ত রাজনৈতিক দল নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আর তার আগে শাসকদল তেলাঙ্গানা রাষ্ট্রসমিতি প্রশান্ত কিশোরকে 'অনবোর্ড' রাখছে বলে খবর। জানা গিয়েছে কোনও বিলাসবহুল হোটেলে নয়, বরং তেলাঙ্গানার সিদ্দিপেট জেলার, এররাভাল্লি গ্রামে কে চন্দ্রশেখর রাওয়ের একটি ফার্ম হাউসে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন কে চন্দ্রশেখর রাও। জানা গিয়েছে, এই বৈঠকের আগে রাজ্যের বহু দিক খতিয়ে দেখেছেন প্রশান্ত কিশোর ও তাঁর সঙ্গীরা। তেলাঙ্গানার বেশ কয়েকটি জেলায় প্রশান্তের টিম গিয়েছিল বলে জানা গিয়েছে। এই পরিদর্শনের এলাকার মধ্যে ছিল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের আসন গাজওয়েল। সেখানে কে চন্দ্রশেখর রাও সম্পর্কে মানুষের কোন চিন্তাভাবনা রয়েছে, তা নিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে পিকের (প্রশান্ত কিশোর) দল।
এদিকে, ঘটনা সম্পর্ক অবহিত একজনের তথ্য অনুযায়ী, সিদ্দিপেটে কেসিআরএর ফার্ম হাউসে ওই বৈঠকে প্রশান্ত কিশোর কেসিআর-এর সামনে তুলে ধরেন তাঁর আসনের পরিস্থিতি। চন্দ্রশেখরের নির্বাচনী কেন্দ্র গাজওয়েল ঘুরে প্রশান্ত কিশোরের সংস্থা কী "ফিডব্যাক' পেয়েছে তা টিআরএস প্রধানকে জানান প্রশান্ত কিশোর। তবে এখন💛ও পর্যন্ত জানা যায়নি যে, তেলাঙ্গানা নির্বাচনে শাসকদল টিআরএসের জন্যই প্রশান্ত কাজ করবেন, নাকি মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের জন্যও তাঁর টিম লড়াইয়ে নামবে। এদিকে দক্ষিণের সুপারস্টার প্রকাশ রাজও ইতিমধ্যে টিআরএসের দিকে ঝুঁকছেন। সেই দিক থেকে পিকের বৈঠকও বেশ তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে তেলাঙ্গানা ভোটের আগে ইতিমধ্যেই জমি তেঁতে উঠতে শুরু করেছে দাক্ষিণাত্যে।