মন্দিরের পুরোহিত রাস্তায় ঘুরছেন বোরখা পরা𝔉 অবস্থায়। ধরা পড়তেই তাঁর সাফাই, ‘চিকেনপক্স হয়েছে’। ♓ঘটনাটি ঘটেছে কেরলর কোয়িলান্ডিতে। এদিকে বোরখা পরা সেই পুরোহিতকে নিয়ে যাওয়া হয় পুলিশের কাছে। পুলিশ জানায়, পুরোহিতকে পরীক্ষা করেছে চিকিৎসক। তবে চিকেন পক্সের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। বোরখাধারী পুরোহিতের নাম জিষ্ণু নাম্বুত্রি। তাঁর বয়স ২৮ বছর।
জিষ্ণু নাম্বুত্রি মেপ্পায়ুর কাছে একটি মন্দিরে পুরোহিত হিসাবে কাজ করেন। গত ৭ অক্টোবর, শুক্রবার একটি বাজারে বোরখা পরে ঘুরছিলেন তিনি। সেই সময় কোয়িলান্ডি মোড়ে দুই অটো চালক তাঁর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এবং তাঁকে বোরখা পরা অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এরপর তাঁরা তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। থানায় বসিয়ে জি🌼ষ্ণুকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ ঘটনা প্রসঙ্গে বলে, ‘দুই অটোচালক পুরোহিতকে বোরখা পরে ঘুরে বেড়াতে দেখে। এরপর তাঁকে ধরে পুলিশের কাছে নিয়ে আসে তারা। তবে পুরোহিতের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ দায়ের করা হয়নি। তাই তাঁর আত্মীয়রা থানায় এলে নাম্বুত্রিকে ছেড়ে দেওয়া হয়।’
পুলিশ সূত্রে বলা হয়, ‘বোরখা পরার কারণ জিজ্ঞেস 🐼করা হলে পুরোহিত বলেন, তাঁর চিকেন পক্স হয়েছে। তিনি দাবি করেন যেহেতু রোগটি অত্যন্ত ছোঁয়﷽াচে এবং রোদে বেরলে গা অসম্ভব জ্বালা করে। তাই বোরখা পরার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু প্রাথমিক পরীক্ষার পর ওই ব্যক্তির শরীরে চিকেন পক্সের কোনও লক্ষণই দেখা যায়নি।’ এই আবহে সেই পুরোহিত হঠাৎ দিনে দুপুরে বোরখা পরে কেন ঘুরছিলেন রাস্তায়? এই প্রশ্নের সঠিক জবাব এখনও মেলেনি।