সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাতে দেখা যাচ্ছে, ৩০ দিনের মধ্যে ১৫ দিনই বন্ধ থাকছে ব্যাঙ্ক। এর ফলে সেপ্টেম্বরে ব্যাঙ্কের কাজে সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকরা। নিয়ম অনুযায়ী, প্রতিমাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। তার ওপর রবিবার এমনিতেই ছুটি থাকে ব্যাঙ্ক। এসবের পাশাপাশি সেপ্টেম্বরে বেশ কয়েকটি জাতীয় ছুটি থাকার কারণে মাসের অর্ধেক দিনই ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। তাই ব্যাঙ্কে কাজে গিয়ে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তার 🉐জন্য ছুটির তালিকা জেনে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন: কৃষি ঋণ সহ গ্রামীণ ব্যাঙ্কগুলিকে একগুচ🧸্ছ টার্গেট দিলেন অর্থমন্ত্রী সীতারামন
সেপ্টেম্বর ব্যাঙ্ক ছুটির তালিকা-
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশ করা তালিকা অনুযায়ী, 🎃নিম্নলিখিত দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবেঃ
১ সেপ্টেম্বর- এই দিনটি রবিবার হওয়ায় ব্যাঙ্ক✃ বন্ধ থ🍒াকবে।
৪ সেপ্টেম্বর (বুধবার)- ༺শ্রীমন্ত শঙ্করদেবের তিরুভ তিথি থাকায় এদিনও ব্যাঙ্ক বন𒁏্ধ থাকবে। তবে এটি শুধু অসমে।
৭ সেপ্টেম্বর (শনিবার)- গণেশ চতুর্থীর কারণে এদিন গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ-অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ-তেলে🎃ঙ্গানা এবং গোয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৮সেপ্টেম্বর- এদিন রবিবার হওয়ায় এমন🍃িতেই ব্যাঙ্ক বন্ধ থাকছে।
১৪ সেপ্টেম্বর (শনিবার)- এই দিনটিতে কর্ম পুজোর পাশাপাশি মাসের দ্বিতীয় শন🎉িবার হওয়া সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ সেপ্টেম্বর- রবিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি।
১৬ সেপ্টেম্বর (সোমবার)- মিলꦏাদ-উন-নবি (হযরত মহম্মদের জন্মদিন) থাকার কারণে এদিন গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ - অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ - তেলেঙ্গানা, মণিপুর, জম্মু, কেরল, উত্তর প্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ব্🐼যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)- ইন্দ্রযাত্রা এবং মিলাদ-উন-নবির কারণে সিকিম এ𓃲বং ছত্তিশগড়ে ব্য⭕াঙ্কগুলি বন্ধ থাকবে।
১৮ সেপ্টেম্বর (বুধবার)- পাং-লাবসোল 🌱উৎসবের কারণে অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ সেপ্টেম্বর (শুক্রবার)- এদিন মিলাদ-উল-নবি পালিত𒆙 হবে জম্মু ও শ্র💞ীনগরে। সেই কারণে এখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ সেপ্টেম্বর (শনিবার)- শ্রী নারায়ণ গুরু সমಞাধি দিবসের কারণে কেরলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২২ সেপ্টেম্বর- রবিবার। তাই ব্যাঙ্ক ছুটি।
২৩ সেপ্টেম্বর (সোমবার)- মহারাজা হরি সিং জির জন্মদিন উপলক্ষে জম্মু ও শ্রꦇীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ সেপ্টে💧ম্বর- চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ🀅 থাকবে।
২৯ সেপ্টেম্বর- রবিবার।