সোশ্যাল মিডিয়ায় কখন যে কীভাবে কেউ ভাইরাল হবেন, ধরতে পারবেন না। এমনই হয়েছে পাকিস্তানের বছর ১৯-এর ব্লগার, ইনস্টাগ্রামার দানানীর মোবীনের ক্ষেত্রে। সেলেব থেকে পুলিস দফতর, সবার মুখেই "ইহা পা🍃উরি হো রহি হ্যায়।"
বিশেষ করে ভারতে হঠাত্ই তুমুল জনপ্রিয় হয়ে গিয়েছেন দানানীর। ভারতে তাঁর এই জনপ্রিয়তা নিয়ে কী বললেন তিনি? "দেশের গণ্ডি বেরিয়ে সীমানার ওপার থ🌱েকেও এত মানুষের ভালবাসা পেরিয়ে আমি ধন্য ও কৃতজ্ঞ," খুশি মনে জানালেন দানানীর।
"হঠাত্ কোনও ভাবনা ছাড়াই ভিডিয়োটা বানিয়েছিলাম। আপলোডের কোনও পরিকল্পনাই ছিল না," বললেন হতব💛াক মোবীনꦯ। সেটাই যে এত ভাইরাল হবে তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর।
বর্ডারের সীমানা পেরিয়ে ভারতে তুমুল জনপ্রিয় হয়েছে পাক ছাত্রীর 'পাউরি' ডায়লগ। দক্ষিণ এশীয়দের জোর করে মার্কিন অ্যাকসেন্ট আনার চেষ্টাকে নিয়ে মজা করে পার্টিকে পাউরি উচ্চার🦄ণ করেছিলেন মোবীন। তবে সেটাই যে এভাবে লক্ষ লক্ষ ভিউ পাবে তা ভাবেননি কোনওদিনও। এখনও পর্যন্ত প্রায় ৭০ লক্ষ বার ভিউ হয়েছে এই ভিডিয়ো।
পাউরি ডায়লগ নিয়ে বয়ে গিয়েছে মিম ও হ্যাশট্যাগের বন্যা। মিম পোস্ট করেছেন দীপিকা পাদুকোন।
ভিডিয়ো পোস্ট করেছেন রণবীর সিংও।
এমনকি উত্তরপ্রদেশের পুলিস দফতরও প্রচারে ব্যবহ꧙ার করেছে এই পাউরি মিম!
মোবীন জানিয়েছেন এই ভাইরাল ভিডিয়োর জেরে সোশ্যাল মিডিয়ায় এক ধাক্কায় তাঁর ফলোয়া𓆏র বহু গুণ বেড়ে গিয়েছে। আসছে বহু বড় অঙ্কের বিজ🌜্ঞাপণ, ব্র্যান্ড এন্ডর্সমেন্টের অফার। তাছাড়া টুকটাক অভিনয়ের অফারও আসছে। তবে, আপাতত পড়াশুনোতেই মন দিতে চান বলে জানিয়েছেন মোবীন।