দক্ষিণী রাজ্য কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহরের একটি রিসর্টের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল তিন তরুণীর। এই ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ম্যাঙ্গালুরুর উল্লাল পুলিশ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ধৃত দুই ব্যক্তি🍷র মধ্যে একজন হলেন ওই রিসর্টের মালিক।
উল্লেখ্য, রবিবার (১৭ নভেম্বর, ২০২৪) এই এলাকার൲ ভাজকো বিচ রিসর্টের সুইমিং পুলে ডুবে যান 🐈তিন তরুণী। তাতেই প্রাণ যায় তাঁদের। সেই ঘটনার তদন্তে নেমেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ কমিশনার 🤡অনুপম আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই রিসর্ট মালিকে⭕র নাম মনোহর। তাঁকে গ্রেফতার করার পাশাপাশি রিসর্টের ম্যানেজার ভারতকেও গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় উল্লাল পুলিশের কাছে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার ভিত্তিতে তদন্ত নেমেই প্রাথমিকভাবে এই দুই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর ১০৬ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে। তদন্ত এখনও চলছে। প্রয়োজনে ♓ধৃতদের বিরুদ্ধে আরও ধারা প্𒀰রয়োগ করা হতে পারে।
পুলি🤡শ কমিশনার আরও জানিয়েছেন, ইতিমধ্যেই দেহ তিনটির ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এবং তারপর সেগুলি ওই তিন তরুণী🉐র পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, যে তিন তরুণীর মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ক👍ুড়ির কোটায়। এবং তাঁরা সকলেই মহীশূরের বাসিন্দা ছিলেন। সপ্তাহান্তের ছুটি কাটাতে তাঁরা ম্যাঙ্গালুরুর ওই রিসর্টে এসেছিলেন। তাঁরা 'চেক ইন' করেছিলেন ꦬগত শনিবার (১৬ নভেম্বর, ২০২৪)। তাঁরা সকলেই ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিলেন।
এই মর্মান্তিক ঘটনার পর ম্যাঙ🎀্গালুরুর অ্যাসিসট্যান্ট কমিশনার হর্ষবর্ধন-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ওই রিসর্টে যান। তাঁরা ওই রিসর্ট 'সিল' করে দেন। এবং রিসর্টের ট্রেড লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়।
এই ঘটনায় কঠোর পদক্ষেপ করেছে কর্ণাটকের পর্যটন দফতরও। তাদের পক্ষ থেকে রিসর্টের মালিক মনোহর ভি পুতরানকে একটি নোটিশ পাঠানো হয়েছে।ꦯ তাতে জানানো হয়েছে, আপাতত সাময়িকভাবে ওই রিসর্টের রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে।
সেইসঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই রিসর্টে পর্যটন স🔯ংক্রান্ত কো♏নও কাজ করা যাবে না। সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ২০২৪ সালের ১৩ জুন এই রিসর্টের ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছিল।
প্রশাসনের তরফে জানানো হয়েছে,💛 যথাযথ ব্যবস্থাপনা না থাকাতেই ওই তিন তরুণীর রিসর্টের সুইমিং পুলে ডুবে মৃত্যু হয়। সেই কারণেই রিসর্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।