দিল্লিতে কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রধান তিনি। রাজনীতি বাদে ত্রিপুরার সামাজিক জীবনে তিনি রাজবংশের সন্তান তথা ত্রিপুরার রাজপুত্র হিসাবে পরিচিত। তাঁর পার্টি ত্রিপুরাতে প্রধান বিরোধী 🐈দলের তকমা পেয়েছে সদ্য সমাপ্ত ভোটে। সেই প্রদ্যোৎ দেববর্মন জানিয়েছেন যে তিনি এবার রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন।
নিজের জন্মদিনে প্রদ্যোৎ বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষকে কিছু দেব, আর তারপর রাজনীতি ও জনজীবন থেকে দূরে চলে যাব।’ উল্লেখ্য, তিপ্রা মথা পার্টির মূল উদ্দেশ্য হল পৃথক তিপরাল্যান্ডের দাবি। সেই জায়গা থেকে তাঁর এই ভিডিয়ো বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রদ্যোৎ এক ভিডিয়ো মেসেজে জানান,' আমি আর রাজনীতি করতে চাই না। আমি মানুষকে কিছু দিতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষকে কিছু দেব, আর তারপর রাজনীতি ও জনজীবন থেকে সরে যাব।' উল্লেখ্য, এই ঘোষণার ২ দিন আগে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিপ্রা মথা পার্টির প্রধান। শনিবারের সেই হাইভোল্টেজ বৈঠকে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে সরব হন। সেই দাবির সাংবিধানিক সমাধানও চেয়েছিলেন প্রদ্যোৎ। এককালে কংগ্রেসের রাজনীতি থেকে উঠে আসা প্রদ্যোৎ সম্পর্কের নিরিখে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ไজ্যোতিরাদিত্য সিন্ধিয়ার তুতো ভাই। আর ত্রিপুরা রাজবংশের এই সন্তান এবার পৃথক তিপরাল্যান্ডের দাবিতে সরব।
প্রদ্যোৎ বলেছেন, ‘আমরা অমিত শাহের সঙ্গে দেখা করেছি। আর সামনে রেখেছি গ্রেটার তিপরাল্যান্ডের জন্য আমাদের কেন্দ্রীয় দাবি। যাতে গ্রেটার তিপরাল্যান্ডের সাংবিধানিক সমাধান হয়। আমরা তাঁর সঙ্গে বহু নেতাগের নিয়ে দেখা করেছি। আলোচনা হয়েছে।’ প্রদ্যোৎ বলেন, তাঁর দাবি, যে ত্রিপুরার সমস্ত মানুষ যাতে সম্মানজনক জীবনযাপনের অধিকারী হন। এছাড়াও জমির এওপর মানুষের অধিকার ও তার পরবর্তী প্রজন্মও যাতে সেই অধিকার পায়, তার দাবিতে তিনি সরব হয়েছেন। প্রদ্যোৎ জানিয়েছেন, কেন্দ্র আশ্বাস দিয়েছে যে, খুব শিগগিরই এই দাবি মেটানোর বিষয়ে পদক্ষেপ শুরু করা হবে। উল্লেখ্য, ২০২১ 𝔍সালে তিপ্রা মথা পার্টি প্রতিষ্ঠা করেন প্রদ্যোৎ। ত্রিপুরায় জমির দখল যাতে সেখানের মানুষের থাকে, সেই দাবিতে সোচ্চার হন তিনি।