নির্বাচনী বণ্ড থেকে আয় কমেছে চার আঞ্চলিক দলের। এই তালিকায় রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এছাড়া আর অন্যান্য দলগুলির মধ্যে রয়েছে ⛦ডিএমকে, বিজেডি (বিজু জনতা দল) এবং ওয়াইএসআর কংগ্রেস। সম্প্রতি দলগুলি ২০২২-২৩ সালের যে আর্থিক হিসাব নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে, তা𒈔তে দেখা যাচ্ছে গত আর্থিক বছরের তুলনায় নির্বাচনী বন্ড থেকে আয় অনেকটাই কমেছে এই আঞ্চলিক দলগুলির।
দলগুলি নির্বাচনী বন্ড নিয়ে যে হিসাব পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে ২০২২-২৩ সালে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাঁচ আঞ্চলিক দলের মোট আয় হয়েছে ১,২৪৩ কোটি টাকা। ২০২১-২২ সালে বন্ডের মাধ্যমে আয় হয়েছিল ১,৩৩৮ কোটি টাকা। তবে উল্লꩵেখযোগ্য ভাবে আঞ্চলিক দল হিসাবে বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) এই সময়কালে নির্বাচনী বন্ড থেকে ৩.৪ গুণ বেশি আয় করেছে।
এই পাঁচ আঞ্চলিক দলের মধ্যে আবার তৃণমূল কংগ্রেসের প্রাপ্তিꦍ সবচেয়ে বেশি। ২০২২-২৩ নিবার্চনী বন্ডের মাধ্যমে তারা পেয়েছে ৯৭ শতাংশ। এছাড়া ডিএমকে ৮৬ শতাংশ,♊ বিজেডি ৮৪ শতাংশ, ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ৭০ শতাংশ এবং বিআরএস এর প্রাপ্তি ৭১ শতাংশ।
আয়-ব্যয় উভয়ই বেড়েছে আপ-এর
আম আদমি পার্টি বর্তমানে জাতীয় দল। তারা ২০২২-২৩ অর্থবর্ষে ৩৬.৪ কোটি ট♏াকার নির্বাচনী বন্ড পেয়েছে। যা কিনা গত বছরের তুলনা বেশ খানিকটা বেশি। ২০২১-২২ অর্থবর্ষে ত🗹ারা পেয়েছিল ২৫.১ কোটি টাকা।
এছাড়া তাদের মোট আয় ২০২১-২২ সালে ৪৪.৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২২-২৩ সালে ৮৫.২ কোটি টাকা হয়েছে। দলটির বার্ষিক ব্যয় ৩০.৩ꦐ কোটি টাকা থেকে ১০২ কোটি টাকা হয়েছে। এখানে উল্লেখযোগ♑্য বিষয় হল, আপ-এর প্রচার খরচ এক বছর আগের ১৩.৭ কোটি টাকা থেকে ২০২২-২৩ সালে ৩৩০ শতাংশ বেড়ে ৫৮.৮ কোটি টাকা হয়েছে।
নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থপ্রাপ্তি থেকে ধরে নꦫেওয়া হয়, ব্যবসায়ী গোষ্ঠীরা চাইছে সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। কারণ নির্বাচনী বন্ডের একটা বড় অংশ ব্যবসায়ী গোষ্ঠীরাই কিনে থাকে। তা যে সব ক্ষেত্রে সঠিক নয় সম্প্রতি বিআরএস তার উদাহরণ। ২০২১-২২-এ 🅷তারা বন্ড বাবদ ১৫৩ কোটি টাকা পেয়েছিল। ২০২২-২৩-এ তারা পেয়েছে, ৫২৯ কোটি টাকা। অথচ দলটিই সদ্য রাজ্যে ক্ষমতা হারিয়েছে।
অন্যান্য আঞ্চলিক দলগুলির মধ্যে তৃণমূলের প্রাপ্তি বেশি হলেও নির্বাচ🥂নী বন্ড থেকে আয় উল্লেখযোগ্য 🥂ভাবে কমেছে তাদের। ২০২২-২৩ সালে নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের ৩২৫ কোটি আয় হয়েছে। যা আগের বছর ছিল ৫২৮ কোটি টাকা।
অন্য দিকে ডিএমকে ১৮৫ ▨কোটি টাকা, বিজেডি ১৫২ কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেস ৫২ কোটি টাকা সংগ্রহ করেছে। ২০২১-২২ সালে, এই দলগুলির বন্ডে মাধ্যমে আয় ছিল, ডিএসকে-এর ৩০৬ কোটি টাকা, বিজেডি-এর ২৯১ কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেসের ৬০ কোটি টাকা।