দু’জনেই যুযুধান প্রতিপক্ষ। একে অন্যের সমালোচনা করেন রাজনীতির ময়দানে। একজন শাসকদলের সাংসদ। অন্যজন বিরোধী দলের সাংসদ। বাংলায় বিরোধী দল হলেও কেন্দ্রে তারা শাসকদল। এখন সংসদে বাদল অধিবেশন চলছে। তাই একে অন্যের দেখা হয়ে গেল। যদিও বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস মণিপুর ইস্যু ন🍰িয়ে কেন্দ্রের শাসকদল তথা রাজ্যের বিরোধী দল বিজেপিকে চাপে রেখেছে। এই টানটান উত্তেজনার আবহে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নাকি ঠাঁই পাচ্ছেন দিলীপ ঘোষ। তাই তাঁকে আগাম শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হঠাৎ দিলীপ ঘোষের সঙ্গে কল্যাণ বন্দোপাধ্যায়ের দেখা হয়🍬ে গেলে হাত মিলিয়ে তৃণমূল সাংসদ শুভেচ্ছা জানান বিজেপি সাংসদকে।
এখন বঙ্গ–বিজেপিতে দিলীপ ঘোষ সাইডলাইনে রয়েছেন। সুকান্ত–শুভেন্দু লবির কাছে এখন কোণঠাসা মেদিনীপুরের সাংসদ। ইতি✤মধ্যেই তিনি সর্বভারতীয় সহ–সভাপতি পদ খুইয়েছেন। এমনকী শান্ত হয়ে পড়েছেন। সেই আগ্রাসী মেজাজ আর নেই। এমন এক প্রেক্ষাপটে রাজ্যের শাসকদলের সাংসদের শুভেচ্ছা বিনিময় এখন জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দিলীপ ঘোষ এবং কল্যাণ বন্দোপাধ্যায়ের সাক্ষাতের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বঙ্গ–বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তিনি। তবে খুশি হতে দেখা যায় দিলীপ ঘোষকেও।
এদিকে বাংলা থেকেꦜ যে দু’জন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে তার মধ্যে একজন সুকান্ত মজুমদার। অপরজন দিলীপ ঘোষ। সেখানে বাদ পড়তে পারেন জন বারলা এবং সুভাষ সরকার। তবে থেকে যাচ্ছেন নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর। ওই দু’জনের জায়গায় আনা 🐭হচ্ছে সুকান্ত–দিলীপকে। এই খবর পেয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই দেখা হতেই তিনি বলেন, ‘দিলীপ দা, আপনাকে আগাম শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন।’ আর তাতে বেশ চনমনে দেখা যায় বিজেপির মেদিনীপুরের সাংসদকে।
আরও পড়ুন: পথ দুর্ঘটনা পুলিশকর্মী–সহ তিনজনের মৃত❀্যু, খড়গপুরে দু’জন ও দাসপুর🎶ে একজন বলি হয়েছেন
আর কী জানা যাচ্ছে? বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেখানে বাংলা থেকে বাড়তি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। অমিত শাহ নিজে এসে ৩৫টি আসন জেতার লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে গিয়েছিলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা ৪০টি আসন মাথায় রেখে নামতে বলেছেন তৃণমূল কংগ্রেসকে। এই আবহে গত ৩১ জুলাই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই লোকসভা ন💧ির্বাচন নিয়ে আলোচনা হয়। তারপর এই দেখা এবং পরস্পরের মধ্যে সৌজন্য বিনিময় বেশ তাৎপর্যপূর্ণ। দিলীপ ঘোষকে যখন শুভেচ্ছা জানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বিজেপি সাংসদ পাল্টা বলেন,🥂 ‘আপনিও ভাল থাকবেন।’