সিং রাহুল সুনীলকুমার
এবার সিম বদল করলে এসএমএস-এর সুবিধা ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। ইনকামিং ও আউটগোয়িং দুই ক্ষেত্রেই এই পরিষেবা বন্ধ থাকবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এনিয়ে নয়া নির্দেশিকা এনেছে। কিন্তু ব্যাপারটি ঠিক কীরকম হবে?
বর্তমানে সিম কার্ড বদল বা নম্বর বদলের রিকোয়েস্ট পাওয়ার পরে টেলিকম কোম্পানি গ্রাহকের কাছে বাধ্যতামূলকভাবে একটি অ্য়ালার্ট পাঠাবে। এরপর সিম কার্ডের যিনি মালিক একটি আইভিআরএস🌳 কলের মাধ্যমে নিশ্চিত করবেন যে তিনিই এই সিম কার্ড পরিষেবার ব্যাপারে আবেদন করেছিলেন।
টেলিকম অপারেটরদের কী নির্দেশ দেওয়া হয়েছে?
এই নয়া পদ্ধতির ম⛎াধ্যমে সিম কার্ডের গ্রাহকের সুরক্ষা অনেকটাই বেশি থাকবে। অন্য কোনও ভুয়ো ব্যক্তি তার নাম করে সিমের অপব্যবহার করতে পারবেন না। এমনকী টেলিকম ൩কোম্পানি সাফ জানিয়ে দিয়েছে, এই গোটা প্রসেসের মধ্য়ে কোথাও যদি সংশ্লিষ্ট গ্রাহক এই সিম কার্ড আপগ্রেড করার কাজে আপত্তি জানান তবে টেলিকম অপারেটরকে সঙ্গে সঙ্গে গোটা পদ্ধতি বন্ধ করে দিতে হবে। এমন নির্দেশ দেওয়া হয়েছে।
দফতরের তরফে জিও, ভোডাফোন, আইডিয়া, এয়ারটেলকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে তাদের 🐠এই নয়া নিয়মকে লাগু করতে হবে।
এই পদ্ধতিগত পরিবর্তন কেন আনছে টেলিকম দফতর?
টেলি𒐪কম দফতর সূত্রে খবর, সা🦹ইবার ক্রাইম ও সিম প্রতারণা রুখতে এই বিশেষ ব্যবস্থা।