দেবব্রত মোহান্তি
ওড়িশার কটক শহরে দাঁতালের হানা। বুধবার সকালে হাতির হানায় এক মহিলা সহ ম𒅌ৃত্যু হয়েছে দুজনের। সূত্রের খবর, আঠগড় বনাঞ্চল থেকে হাতির দল লোকালয়ে বেরিয়ে পড়েছিল। কিন্ꦗতু ঠিক কীভাবে এই ঘটনাটি হল?
আধিকারিকদের মতে, মঙ্গলবার রাতে জঙ্গল থেকে বেরিয়ে কটক শহরের কাছে জগতপুর এলাকায় হাতির দল চলে এসেছিল। এর জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। একের পর এক গাড়িতে, বাড়িতে তাণ্ডব শুরু করে হাতির দল। এদিকে কয়েকজন হাতির সঙ্গে সেলফি তুলতেও গিয়েছিলেন। তখনই হাতির হানায় জখম ꦰহন তাঁ🎶রা।
এদিকে জগতপুর এলাকায় যাতে কেউ না 🧔যায় সেজন্য সকলকে সতর্ক করা হয়েছে। এলাকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে মহানদীর কাছে একটি হাতির দেহ পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে 🌳নদী পার হওয়ার সময় কোনওভাবে জলওের স্রোতে হাতিটি ভেসে গিয়েছিল।
এদিকে গত সপ্তাহে ওড়িশার ময়ুরভঞ্জ জেলায় দুধিয়ানি রেঞ্জে হাতির দল তাণ্ডব চালিয়েছিল। এলাকায় ফসলের জমিও নষ্ট করে। এরপর গ্রামবাসীরা বনকর্মীদের 🍌আটকে রেখে বিক্ষোভ দেখায়।
পরিবেশ দফতরের ক꧙েন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতমাসেই লোকসভায় জানিয়েছিলেন ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ সালে গোটা দেশে ১৫৭৮জন হাতির হানায় মারা গিয়েছিলেন। আর গোটা দেশের মধ্য়ে সবথেকে বেশি হ💜াতির হানায় মারা গিয়েছে ওড়িশায়। সেই সংখ্যাটি হল ৩২২।