বান্ধবগড় টাইগার রিজার্ভে একের পর এক হাতির মৃ্ত্যু কার্যত শোরগোল ফেলে দিয়েছিল এলাকায়। অন্তত দশটি হাতির মৃত্যু হয়েছে গত তিনদিনে। এরপর মৃত হাতির ভিসেরা পরীক্ষার পরে দেখা যায় যে তাদের পাকস্থলীতে বিষ জাতীয় কিছু রয়েছে।
এরপর শনিবার সেই বান্ধবগড় জাতীয় উদ্যানের ঠিক বাইরে হাতির হানায় মৃত্যু হল দুই ব্যক্তির। তারা প্রাতঃকৃত্য সারতে জঙ্গলের ধারে গিয়েছিলেন। আর তখন হাতি পিষে মারে তাদের। একজন এই ঘটনায় আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আসলে একের পর এক হাতির বিষক্রিয়ায় মৃত্যুর বদলা নিল ওই দাঁতাল। এবার সুযোগ পেয়ে মানুষকে পিষে মারল।
গত তিনদিন ধরে বান্ধবগড়ে একের পর এক হাতির মৃত্যু হচ্ছিল। অন্তত ১০টি হাতির মৃত্যু হয়েছে বিষক্রিয়ার জেরে। আর এবার সেই ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কিমি দূরে হাতির হানায় মৃত্যু হল দুজনের।
কার্যত প্রতিশোধ নিল হাতিরা। তাদের সঙ্গীদের হারাতে হয়েছে। তারই কি বদলা নিল হাতি?
তবে আধিকারিকদের ধারণা যে হাতি দুজনকে পিষে মেরেছে তারা একই দলের। এদিকে গোটা ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে।