পয়গম্বরকে ঘিরে নুপূর শর্মার মন্তব্য ইস্যুতে ফের নতুন করে হিংসার আগুন জ্বলছে রাজস্থানের উদয়পুরে। সেখানে এক ব্যক্তি নুপূর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় 💫একটি পোস্ট করেন। তারপরই তাঁর মুণ্ড বিচ্ছিন্ন দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে হিংসার আগুনে জ্বলছে উদয়পুর।
রাজস্থানের উদয়পুরে ওই ব্যক্তির মৃত্যুর পর থেকেি প্রতিবাদে ফেটে পড়েন অনেকেই। উদয়পুরের রাস্তায় প্রতিবাদের আগুন জ্বলতেই সমস্ত থানাকে সতর্ক করা হয়। জারি করা হয় অ্যালার্ট। এদিকে, সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার সময়ের ছবি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানেই হুমকি দেওয়া হয় যে, নরেন্দ্র মোদীকেও হত্যা করার। এদিকে ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তে পদক্ষেপ করে পুলিশ। ২৪ ঘণ্টার জন্য এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বিদ্রোহীদের গুয়াহাটি থেকে 'ঘর ওয়াপসꦑি'র ডাক শিবসেনা প্🐲রধান উদ্ধবের!
এদিকে, গোটা ঘটনার জেরে 𒆙রাজস্থানের পুলিশ বিভাগকে সতর্ক করা হয়েছে। সেখানে আইজি থেকে শুরু করে এসপিদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। সকলকেই সদাসকর্ক থাকতে বলা হয়েছে। গ্রাউন্ড লেভেলে যে অফিসাররা রয়েছেন তাঁদেরও সতর্ক নজরদারি রাখতে বলা 𝓰হয়েছে।