কয়েক সপ্তাহ আগেই ভারতে সম্পন্ন হয়েছিল লোকসভা ভোট। সেই নির্বাচনের পরে বুথ ফেরত সমীক্ষায় একবাক্যে সবাই দাবি করেছিল, বিজেপি একার জোরেই ম্যাজিক ফিগার পার করবে। তবে ভারতের প্রায় সব বুথ ফেরত সমীক্ষাই 'ডাহা ফেল' করে এবারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ফের সরকার গঠন করলেও গেরুয়া শিবির একার জোরে ম্যাজিক ফিগার থেকে বেশ কয়েক কদম আগেই থমকে যায়। তবে ভারতের বুথ ফেরত সমীক্ষা না মিললেও ব্রিটেনে তা মিলে যাচ্ছে হুবহু। ব্রিটেনে এবার নির্বাচনের আগের থেকেই মনে হচ্ছিল ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি হারতে চলেছে। আর ভোট শেষে ফল প্রকাশ শুরু হতেই সেই সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছে। (আরও পড়ুন: ডিএ-র জন্যেই বাংলার সরকারি কর্মীদের বেতন থেকে কেটেছে 'বেশি টাকা'? বু🌄ঝুন অঙ্কটা)
আরও পড়ুন: লোকাল ট্রেন নিয়ে বড় রায় কলকা🔯তা হাই কোর্টে💟র, নিত্যযাত্রীরা জানুন বিশদে
আরও পড়ুন: ১৫ জুলাই আদালতে উঠবেই ডিএ মামলা, দাবি কনফেডꦇারেশনের, সঙ্গ𒆙ে আরও এক বড় আপডেট
ভারতীয় সময় সকাল ৮টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কিয়ের স্টার্মারের দল লেবার পার্টি ১১৩টি আসনে জয়ী হয়েছে বা এগিয়ে আছে। আর ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি জিতেছে মাত্র ১৫টি আসনে। উল্লেখ্য, ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ বা হাউজ অফ কমনসে মোট আসন সংখ্যা ৬৫০। এই আবহে সরকার গঠন করতে প্রয়োজন ন্যূনতম ৩২৬টি আসন। সেই দেশে সমীক্ষায় দাবি করা হয়েছিল, এবারের ভোটে লেবার পার্টি ৪০০ আসনের গণ্ডি পার করতে পারে। আর কনজারভেটিভরা ১০০-র কমেই আটকে যেতে পারে। প্রাথমিক ভাবে ফলাফল যে দিকে এগোচ্ছে, তাতে সেই সমীক্ষাই মিলে যাবে বলে মনে হচ্ছে। সমীক্ষা অনুযায়ী, এবারে লেবার পার্টি ৪০ শতাংশ ভোট পেতে পারে,🙈 টোরিরা পেতে পারে ২০ শতাংশ ও নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে পেতে পারে ১৬ শতাংশ ভোট।
এদিকে প্রাথমিক ফলাফল সামনে আসতেই ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন স্টার্মার। তিনি বলেন, 'ভোটাররা বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা পরিবর্তন চাইছেন। সব কিছুই ভোটারদের মাধ্যমে হয়। এই সমাজ থেকেই পরিবর্তনের সূচনা হবে।' এদিকে ভোটের নিরিখে রিফর্ম ইউকে অনেকটা দাগ কাটতে পারলেও আসনের নিরিখে হয়ত সেভাবে প্রভাব ফেলতে পারবে না। তবে দলের প্রধান নাইজেল ফারাজ দাবি করেছেন, অনেক আসনেই তাঁরা দ্বিতীয় স্থানে থাকবেন। তিনি দাবি করেন, ব্রিটেনে ডানপন𓆉্থী রাজ🅺নীতিতে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। এই আবহে আগামী কয়েক বছরে ব্রিটেন জুড়ে ডানপন্থী রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছেন নাইজেল।