একদিন আগেই বাংলায় মেট্রো সম্প্রসারণের কাজ ও রেলের কাজ শুরু করার পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ এবং মিতালি বাগ। আর তার পরদিনই কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বাড়ল ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্প। এই ঘটনায় বাংলার মানুষ পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে। কারণ এখন ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ বেশ খানিকটা বꦜাকি। সেখানে টাকার জোগান এলে মসৃণভাবে কাজ হয়ে যাবে। তাতে বাংলার মানুষ আরামদায়ক পরিষেবা পাবে। বাজেটে বাংলা বিশেষ আর্থিক প্যাকেজ না পেলেও এক্ষেত্রে খানিকটা লাভ হল।
এদিকে এই ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য ৬০০ কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে ৯০৬ কোটি টাকা। অর্থাৎ আগের থেকে ৩০৬ কোটি টাকা বৃদ্ধি পেল। এতে বাংলার মানুষ একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে অনায়াসে চলে যেতে পারবಞেন। বাজেটে বাংলা কী পেয়েছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা নিঃসন্দেহে বড় প্রাপ্তি। তার মধ্যে মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট–নিউগড়িয়💖া ভায়া রাজারহাট নির্মাণে ৪১ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আগেরবার ১৭৫০ কোটি টাকার বরাদ্দ ছিল। এবার তা বেড়ে হল ১৭৯১.৩৯ কোটি টাকা।
আরও পড়ুন: ‘প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে’💖, ঘোষণা করলেন মমতা
অন্যদিকে জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহা😼ট মেট্রোর ক্ষেত্রেও বরাদ্দ বেড়েছে। ৪০০ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আগেরবার বরাদ্দ ছিল ৮০০ কোটি টাকা। এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ১২০৮.৬১ কোটি টাকা। এই টাকার পরিমাণ বাড়ায় কাজে গতি আসবে বলে মনে ﷽করা হচ্ছে। মেট্রো নিয়ে এই খবর প্রকাশ্যে এলেও বাংলা কোনও নতুন ট্রেন পাচ্ছে কিনা বা নতুন করে হাইস্পিড ট্রেন মিলছে কিনা সেদিকে নজর ছিল সাধারণ মানুষের। তাতে তাঁরা হতাশই হয়েছেন। সেখানে বাজেটে সামগ্রিকভাবে যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সেটাই একমাত্র আশার আলো।
এছাড়া ইস্ট–ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ হোক এবং বকেয়া কাজ মিটে যাক এটা সবাই চেয়েছিলেন। সেখানে টাকার বরাদ্দ ভালরকম বৃদ্ধি হওয়ায়ꦗ সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই হাও𒅌ড়ায় গঙ্গার নীচ দিয়ে ছুটছে মেট্রো। উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা নিয়ে বাংলার মানুষ খুশি। কারণ দ্রুত হাওড়া পৌঁছে যাওয়া যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সমগ্র প্রকল্পের কাজ অনেকটাই বাকি রয়েছে বলে সূত্রের খবর। সেই কাজ কবে শেষ হবে? তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। এখন কেন্দ্রের নতুন বরাদ্দ বৃদ্ধির ঘোষণায় আশার আলো দেখা যাচ্ছে।