রবিবার সকালে মাতৃবিয়োগ হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ🍨 বর্ধনের। দিল্লির 💧এইমস হাসাপাতালে প্রয়াণের পরে মায়ের চোখ দান করেন হর্ষ বর্ধন।
এ দিন টুইটারে মায়ের মৃত্যু সংবাদ পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর মরণোত্তর চক্ষুদানের ইচ্ছা পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্🐼দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এ দিন দুপুর ꦚতিনটের সময় দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে মায়ের দেহ তুলে দেবেন বলেও জান𝓀িয়েছেন হর্ষ বর্ধন।
টুইটারে তিনি লেখেন, ‘তাঁর ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পরে এইমস হাসপাতালে তাঁর চক𒆙্ষুদান পর্ব সম্পূর্ণ হয়েছে।’
রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন হর্ষ বর্ধনের ৮৯ বছর বয়েসি গর্ভধারিণী। তাঁর সম্পর্কে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী তꦓাঁর মায়ের সু-উচ্চ ব্যক্তিত্বের কথা জানিয়েছেন। মা ছিলেন তাঁর আজীবন পথপ্রদর্শক, জানিয়েছেন মন্ত্রী। মায়ের মৃত্যুতে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলেও স্বীকার করেছཧেন হর্ষ বর্ধন।
তাঁর কথায়, ‘মা ছিলেন আমা♔র পথপ্রদর্শক ও দর্শনগুরু। তাঁর প্রয়াণে জীবনে যে শূন্যতা সৃষ্টি হল, তা অপূরণীয়। তাঁর ভক্ত আত্মা শান্তি পাক।’