পায়ুসঙ্গমে কন্ডোম ব্যবহার ঘিরে আমেরিকা নিল বড় পদক্ষেপ।এই বিষয়ে মার্কিন নিয়ামক সংস্থা পায়ুসঙ্গমে কন্ডোম ব্যবহারে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। এর আগে পর্যন্ত যোনি সঙ্গমের ক্ষেত্রে💖 এই বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছিল। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বুধবারই এই বড়সড় ছাড়পত্রের ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সঙ্গম বিষয়ক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচআইভির মতো ভয়াবহ রোগ থেকে বিশ্বকে রক্ষা করতে এই অনুমোদন একটি বড় পদক্ষেপ। তাঁদের মতে, যাঁরা পায়ুসঙ্গমে স্বচ্ছন্দ্যবোধ করেন, তাঁদের ক্ষেত্রে এই নয়া ছাড়পত্র বিশেষ সুবিধা দিতে পারে। এইভাবে এইচআইভির মতো মারণ রোগ থেকে তাঁরা নিজেদের রক্ষাও করতে পারবেন বলে বিশ্বাস স্বাস্থ্যবিশেষজ্ঞদের। উল্লেখ্য, যোনি সঙ্গমের থেকে পায়ুসঙ্গমের মাধ্যমে এইচআইভির ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এছাড়াও বহু সঙ্গমজনিত রোগের সংক্রমণও এই পায়ুসঙ্গম থেকে হয়ে থাকে। ফলে আমেরিকার স্বাস্থ্যবিভাগের তরফে এই ছাড়পত্রের ফলে অনেককেই সঙ্গমের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কন্ডোম নির্মাণকারী সংস্থা গ্লোবাল প্রোটেকশন কর্পোরেশন পায়ুসঙ্গমের ক্ষেত্রে বিশেষ একটি কন্ডোম বাজারে এনেছে। ⛎তারাই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই কন্ডোমকে অনুমদোন দেওয়ার আবেদন জানায়। জানা গিয়েছে, এই সংস্থার নির্মিত পুরুষদের জন্য 'ওয়ান' নামক কন্ডোমে স্লিপেজ বা ব্রেকেজের শতাংশ অনেকটাই কম। এফডিএর সিদ্ধান্তে সহযোগিতা করা এপিডেমিওলজিস্ট অ্যারন সিগলার বলছেন, 'আমার মনে হয়েছে, এই জিনিসটিকে আটকে রাখার মতো কোনও বিষয় ভেবে এগোনো♌ ঠিক নয়। এরসঙ্গে বাকি সংস্থাগুলিরও নিজেদের তৈরি কন্ডোম নিয়ে পর্যালোচনার সুযোগ মিলবে।'
গ্লোবাল প্রোটেকশন কর্পোরেশনের প্রেসিডেন্ট ডেভিন ওয়েডেল জানিয়েছেন, 'আমার মনে হয়, পায়ুসঙ্গমের জন্য কোনও কন্ডোম অনুমোদিত নেই জেনে অনেকেই অবাক হবেন। এফডিএর এই নতুন পদক্ষেপের দ্বারা পায়ুসঙ্গমের ক্ষেত্রে কন্ডোমের নিরাপত্তা ও কার্যকারীতার বিষয়ে অনেকেই অবহিত হবেন।' উল্লেখ্য, এর আগে বহু কন্ডোমকে পায়ুসঙ্গমের ক্ষ🔴েত্রে অনুমোদন🎃 দেওয়া নিয়া নানান ধরনের পরীক্ষা করা হয়েছে। তবে ট্রায়াল পর্বে বহু কন্ডোমই ৫ শতাংশ ব্যর্থতা তুলে ধরেছে। ফলে তার ক্ষেত্রে দেওয়া যায়নি অনুমোদন।