তিন সন্তানের মা, ২৪ বছরের এক মার্কিন তরুণীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল সেদেജশের এক আদালত। একইসঙ্গে জানিয়ে দেওয়া হল, সাজাপ্রাপ্ত ওই তরুণী কোনও দিনই জামিন বা প্যারোল পাবেন না।
কিন্তু, কেন তাকে এমন কঠোর শ💧াস্তি দিল মার্কিন আদালত? তথ্য বলছে, এর𓄧 নেপথ্যে রয়েছে চরম পৈশাচিক এবং নারকীয় অপরাধের এক ঘটনা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সাজাপ্রাপ্ত 🥀তরুণীর নাম লমোরা উইলিয়ামস। সে তার তিন সন্তানের মধ্যেই দু'জনকেই নৃশংসভা🌠বে খুন করেছে।
জে'কার্টার পেন এবং কে'ইয়াউন্তে পেনকে যখন খুন করা হয়েছিল, তখন তাদের বয়স ছিল যথাক্রমে ১ বছর ও ২ বছর। 🐻তদন্তে প্রকাশ, মোটামুটি ঘণ্টা খানেকের ব্যবধানে তাদের দু'জনকেই খুন করে তাদের মা লম🌱োরা! সেটাও অত্যন্ত নৃশংসভাবে।
লমোরা তার ছোট্ট দুই সন্তানকে একে-একে ওভেনের ভিতর ঢুকিয়ে দেয়! এবং তারপর সেই ওভেন চাল𝓰িয়ে দেয়! লমোরার বিরুদ্ধে মোট ১৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং এর জেরে তাকে যাবজ্জীবন ছাড়াও অতিরিক্ত ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
জোড়া খুনের এই ঘটনাটি ঘটে ২০১৭ সালে।ౠ সেই বছরেরই একটি দিনে জরুরি পরিষেবা প্রদানকারী ব্যবস্থাপনায় ফোন করে লমোরা। দাবি করে, সে তার দুই ▨ছেলেকে একজনের কাছে রেখে বাইরে গিয়েছিল। কিন্তু, বাড়ি ফেরার পর সে দেখতে পায়, তার ওই দুই সন্তানই মৃত অবস্থায় পড়ে রয়েছে।
সংশ্লিষ্ট ৯১১ অপারেটরকে ফোন করে সেই সময় লমোরা বলেছিল, 'আমি যখন ভিতরে এলাম, দেখলাম আমার ছেলের উপর স্টোভ পড়ে রয়েছে। আমার সবথেকে ছোট ছেলের মাথার ওপর। আর, আমার আরও এক ছেলেও মেঝেয় পড়ে রয়েছে। তার মাথার ঘিলু মেঝ🎃েয় ছড়িয়ে রয়েছে।...'
'আপনি কি আমাকে সাহায্য় করতে পারবেন? আপনি কি আমাকে ক🐬িছু বলতে পারবেন? কারণ, আমি জেলে যেতে চাই না। কারণ, আমার এতে কোনও দোষ নেই। আমি সবেমাত্র কাজ থেকে বাড়ি ফিরলাম।'
এদিকে, ওই একই সময়ে শ🦂িশু দু'টির বাবা জামিল পেনও ৯১১-এ ফোন করেন। তিনি জানান, তাঁর স্ত্রী ভিডিয়ো কল করে তাঁকে ওই ঘটনা সম্পর্কে অবহিত করেছেন।
কিন্তু, ﷽পরবর্তীতে পুলিশ যখন এই ঘটনার তদন্ত শুরু করে, নিহত দুই শিশুর শরীর🎀ের পোড়া দাগ দেখে তাদের খটকা লাগে। পরে ময়নাতদন্তের চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান, ওই শিশু দু'টিকে কোনও আবদ্ধ স্থানে আটকে রেখে তারপর সেখানকার তাপমাত্রা সহ্যসীমার বেশি বাড়িয়ে দেওয়া হয়েছিল।
এমন পরিবেশ একমাত্রা রান্নার ওভেনেই করা ꧋সম্ভব, সেটা বুঝতে পারেন তদন্তকারীরা। পরবর্তীতে পুরো ঘটনা সামনে আস𒉰ে। জানা যায়, ঠান্ডা মাথায় রীতিমতো ছক কষে নিজের দুই সন্তানকে খুন করেছে তাদেরই মা!
যার জেরে ২০১৭ সালের ১২ অক্টোবর মধ্যরাত নাগাদ লমোরার🌱 বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আট♉লান্টা পুলিশ। যদিও শুনানি চলাকালীন আগাগোড়া নিজেকে নির্দোষ দাবি করে গিয়েছে সে।
ওঅন্যদিকে, লমোরার মায়ের বক্তব্য, তাঁর মেয়ের মানসিক সমস্যা রয়েছে। তাই জেলে থাক🐟াকালীন সে যাতে আত্মহত্যা না করে, সেই বিষয়ে নজর রাখা দরকার।