কে '২৭০'-র ম্যাজিক ফিগার পার করবেন? কে নয়া প্রেসিডেন্ট হবেন? সেই উত্তরের অপেক্ষায় আছে আমেরিকা। নজর আছে পুরো বিশ্বেরও। তবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এমন একটা পরিস্থিতি হতে পারে যে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কেউই ২৭০-র গণ্ডি ছুঁতে পারলেন না (মোট ইলেকটোরাল কলেজ ৫৩৮, আর ম্যাজিক ফিগার হল ২৭০)। বরং দু'জনেই ২৬৯-তে এসে আটকে গেলেন। সেই সম্ভাবনা অত্যন্ত কম হলেও হ্যারিস বা ট্রাম্প যে ২৬৯-তে আটকে যাবেন না, এমন কোনও নিশ্চয়তা নেই। আর যদি হ্যারিস এবং ট্রাম্পের ‘টাই’ হয়ে যায় অর্থাৎ ইলেকটোরালের কলে🐻জের ফলাফল ২৬৯-২৬৯ ব্যবধানে আটকে থাকে, তখন কী হবে? আবার কি নতুন করে ভোট হবে? নাকি অন্য কোনও উপায় আছে?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 'টাই' হলে কী হবে?
যদি কোনও প্রার্থীই ম্য়াজিক ফিগার ছুঁতে না পারেন বা 'টাই' হয়, তাহলে প্রেসিডেন্টকে বেছে নেবে নয়া কংগ্রেস। মার্কিনꦬ সংবিধানের দ্বাদশ সংশোধনী🦩 অনুযায়ী, ৩ জানুয়ারি নয়া কংগ্রেস শপথগ্রহণ করবে। আর সেই কংগ্রেসই নয়া প্রেসিডেন্ট বেছে নেবে। আর ভাইস-প্রেসিডেন্ট বেছে নেবে সেনেট।
‘কনটিনজেন্ট ইলেকশন’
আর সেভাবে যে প্রেসিডেন্টকে বেছে নেওয়া হবে, সেই প্রক্রিয়াটা ‘কনটিনজেন্ট ইলেকশন’ বা 'আনুষঙ্গিক নির্বাচন' হিসেবে পরিচিত। নিয়ম অনুযায়ী, নির্বাচনে প্রথম🍨ে তিনে যাঁরা শেষ করেছেন, তাঁদের মধ্যে থেকেই প্রেসিডেন্ট বেছে নিতে হবে। আর ভাইস-প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথম দুইয়ে থাকা প্রার্থীর মধ্যে বেছে নিতে হবে সেনেটকে।
সেক্ষেত্রে বড় রাজ্য এবং ছোট রাজ্যের ক্ষমতার মধ্যে কোনও পার্থক্য থাকবে না। প্রত্যেকেরই সমান ভোটাধিকার থাকবে। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যের সঙ্গে অপর কোনও ছোট রাজ্যের পার্থক্য থাকবে না। যে পার্থক্য ইলেকটোরাল কলেজ প্রক্রিয়ায় থাকে। ফলে ‘কনটিনজেন্ট ইলেকশন’𝕴-এ সহজ সংখ্যাগরিষ্ঠতার নিয়মে জয়ী নির্ধারিত হবেন প্রার্থী। যে প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তিনিই প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট হবেন।
আরও পড়ুন: Bengali in US Election Ballot: বাংলায় ব্যালট! আমেরিকার নির্বাচဣনে কেন ⛎বিশেষ সুবিধা বাঙালিদের?
যদিও তাতেও প্রেসিডেন্ট বেছে না যাওয়া হয়, তাহলে কী হবে?
আবার এমনও পরিস্থিতি তৈরি হতে পারে যে ২০ জানুয়ারির (যেদিন নয়া প্রেসিডেন্ট দায়িত্ব নেন) মধ্যে কোনও প্রেসিডেন্ট বেছে নেওয়া গেল না 😼এবং সেনেট ভাইস-প্রেসিডেন্ট বেছে নিয়েছে, তাহলে মার্কিন সংবিধানের ২০ তম সংশোধনী অনুযায়ী, সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস-প্রেসিডেন্ট। আর যদি ভাইস-প্রেসিডন্টও বেছে না নেওয়া যায়, তাহলে হাউসের স্পিকার সেই দায়িত্ব সামলাবেন।
শুরুতেই কমলা ৩-৩ ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ফলাফল চলে এসেছে। আমেরিকার মধ্যে প্রথম ভোটদান পর্ব শেষ হয়েছে ছোট নিউ হ্যাম্পশায়ারের একটি ছোট শহরে। তাতে ৩-৩ ব্যবধানে আটকে আছেন 🌌কমলা এবং ট্রাম্প।